প্রথম পাতা খবর ইদ উপলক্ষে শনি ও রবিবার শিয়ালদহ থেকে অতিরিক্ত ট্রেন

ইদ উপলক্ষে শনি ও রবিবার শিয়ালদহ থেকে অতিরিক্ত ট্রেন

390 views
A+A-
Reset

ইদ উৎসবের আবহে সাধারণ মানুষের সুবিধার্থে আগামী শনিবার ও রবিবার চলবে অতিরিক্ত ট্রেন। এমনটাই জানিয়েছেন পূর্ব রেল কর্তৃপক্ষ। ইদ উপলক্ষ্যে অনেকেই বাড়ি ফেরেন, কেউ যান আত্মীয়ের বাড়িতে, তাই প্রচুর ভিড় হতে পারে ট্রেনে। সে কারণেই ট্রেনের সংখ্যা বাড়ানো হচ্ছে।

২১ ও ২২ এপ্রিল রাতে শিয়ালদহ থেকে মুর্শিদাবাদের কৃষ্ণপুর পর্যন্ত বিশেষ ট্রেন দেওয়া হবে। শিয়ালদহ -কৃষ্ণপুর মেমু স্পেশাল ট্রেন ছাড়বে শুক্রবার রাত ৯ টা ৩৮ মিনিটে। কৃষ্ণপুরে পৌঁছবে রাত ২ টো ৩৫ মিনিটে। পরের দিন অর্থাৎ শনিবার সকাল ১০ টা ১০ মিনিটে কৃষ্ণপুর থেকে ট্রেন ছাড়বে। শিয়ালদহ পৌঁছবে দুপুর ৩ টে ২০ মিনিটে।

শিয়ালদহ -কৃষ্ণপুর মেমু স্পেশাল ট্রেন দাঁড়াবে দমদম, ব্যারাকপুর, রানাঘাট, কৃষ্ণনগর, ধুবুলিয়া, মুড়াগাছা, বেথুয়াডহরি, দেবগ্রাম, রেজিনগর, বেলডাঙা, সারগাছি, বহরমপুর কোর্ট, কাশিমবাজার, মুর্শিদাবাদ, জিয়াগঞ্জ, ভগবানগোলা স্টেশনে।

এ ছাড়াও পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, শিয়ালদহ-লালগোলা-কৃষ্ণনগর প্যাসেঞ্জারের সঙ্গে একটি অতিরিক্ত সেকেন্ড ক্লাস কোচ যুক্ত হচ্ছে বৃহস্পতিবার থেকে। ট্রেন নং – ০৩১৭১/০৩১৯২, ০৩১৮৩/০৩১৭২, ০৩১৮৯/০৩১৮৪, ০৩১৯১/০৩১৯০-এ ২০ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত একটি করে অতিরিক্ত সেকেন্ড ক্লাস কোচ যুক্ত হচ্ছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.