প্রথম পাতা খবর লোকসভায় নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় বরখাস্ত ৮

লোকসভায় নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় বরখাস্ত ৮

607 views
A+A-
Reset

নয়াদিল্লি: সংসদের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় পদক্ষেপ লোকসভা সচিবালয়ের। জানা গিয়েছে, আটজন নিরাপত্তা কর্মীকে বরখাস্ত করেছে সচিবালয়।

বুধবার সংসদের শীতকালীন অধিবেশনের অষ্টম দিনে দুই ব্যক্তি স্মোক কালারের ক্যান হাতে ঢুকে পড়ে লোকসভার অন্দরে। ভিজিটার্স গ্যালারি থেকে লাফ মেরে এগিয়ে যাওয়ার চেষ্টা করে স্পিকারের আসনের দিকে। সঙ্গে চলে স্লোগান। লোকসভার ভিতরে তাণ্ডব চালানো দুই যুবক, সাগর শর্মা, ডি মনোরঞ্জন এবং বাইরে থেকে নীলম নামের এক তরুণী এবং অমল সিনহা নামের এক যুবককে গ্রেফতার করা হয়।

এর পরই সংসদের নিরাপত্তা নিয়ে নড়েচড়ে বসে লোকসভার মহাসচিব। সূত্রের খবর, স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি দিয়ে নতুন সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। যেখানে বলা হয়েছে, নতুন কোনো পাস আর ইস্যু করা হবে না। পরবর্তী নির্দেশ না-দেওয়া পর্যন্ত দর্শকদের গ্যালারির জন্য আর ভিজিটর পাস দেওয়া হবে না।

এ ছাড়াও, বুধবারের ঘটনার পুনরাবৃত্তি রুখতে ভিজিটর গ্যালারিতে কাচ বসানো হবে। যাতে আগামীদিনে কেউ লোকসভার চেম্বারে ঝাঁপ না মারতে পারেন। বিমানবন্দরের ধাঁচে বডি স্ক্যান মেশিন বসানো হবে সংসদে। ভবিষ্যতে ভিজিটরদের যখন আবার নতুন করে প্রবেশাধিকার দেওয়া হবে, তখন তাঁদের চতুর্থ একটি গেট দিয়ে প্রবেশের অনুমতি দেওয়া হবে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.