হালিশহর: উত্তর ২৪ পরগনার হালিশহরে ছোট একটি ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। অভিযোগ, রবিবার রাতে প্রতিবেশীদের সঙ্গে ঝগড়া চলাকালীন লাঠির আঘাতে মৃত্যু হয় ৭০ বছর বয়সী পরশনাথ সাউয়ের। ঘটনাটি ঘটেছে হালিশহর হুকুমচাঁদ জুট মিল সংলগ্ন বেলুড়পাড়া এলাকায়। জানা গিয়েছে, পরশনাথের মেয়ে বাড়ির সামনেই কাপড় শুকাতে দিয়েছিলেন, যা নিয়ে প্রতিবেশীদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়।
ঝগড়া থামাতে বাড়ি থেকে বেরিয়ে আসেন পরশনাথ। অভিযোগ, তখনই প্রতিবেশীদের মধ্যে তিন জন হঠাৎ করে তাঁকে মারধর করতে শুরু করেন। তাদের একজন লাঠি নিয়ে এসে বৃদ্ধের মাথায় আঘাত করেন, যার ফলে তিনি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন এবং নাক দিয়ে রক্ত বেরোতে শুরু করে। আহত অবস্থায় তাঁকে নৈহাটি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও অবস্থার অবনতি হওয়ায় কল্যাণীর জেএনএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার পরপরই এলাকা জুড়ে উত্তেজনা ছড়ায়। স্থানীয়রা অভিযুক্তদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। নিহতের পরিবারের দাবি, অভিযুক্ত বিকি চৌধরি এবং অজয় চৌধরির সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। একটি তুচ্ছ ঘটনা নিয়ে কেন এমন সংঘর্ষ, তা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার অন্যান্য বাসিন্দারা।
রাতেই হালিশহর থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং তদন্ত শুরু করে। তবে এখনও পর্যন্ত কোনও গ্রেফতারির খবর পাওয়া যায়নি, অভিযুক্তরা ঘটনার পরই পালিয়ে গিয়েছেন বলে জানা গিয়েছে।