শেষ পর্যন্ত ভারতীয় নির্বাচন কমিশন বিজেপির দাবিকেই মান্যতা দিল। মমতা বন্দ্যোপাধ্যায়-এর আপত্তি উড়িয়ে জানানো হয়েছে, ৩০০-র বেশি ভোটার থাকলে বহুতল আবাসনেই হবে ভোটগ্রহণ কেন্দ্র। শুক্রবার কমিশনের ঘোষণা অনুযায়ী, কলকাতা-সহ রাজ্যের সাতটি জেলায় মোট ৬৯টি বহুতলে বুথ গড়ে তোলা হবে। দক্ষিণ কলকাতায় ২টি, উত্তর কলকাতায় ৮টি, দক্ষিণ ২৪ পরগনায় ২৫টি, উত্তর ২৪ পরগনায় ২২টি, হাওড়ায় ৪টি, পূর্ব বর্ধমানে ৩টি এবং হুগলিতে ৫টি আবাসনে বুথ হবে।
কমিশনের দাবি, এই সিদ্ধান্তের উদ্দেশ্য ভোটারদের সুবিধা বাড়ানো। ৩০০-র বেশি ভোটার হলে আর বাইরে বুথে যেতে হবে না। তালিকায় দু’-একটি আবাসন আরও যুক্ত হতে পারে। জেলা প্রশাসন ও আবাসন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখে পরিকাঠামো ও নিরাপত্তা নিশ্চিত করা হবে বলেও জানানো হয়েছে। তবে তৃণমূলের কটাক্ষ, কমিশনের এই অবস্থানে তাদের ‘বিজেপির বি-টিম’ অভিযোগ আরও স্পষ্ট।
এদিকে এসআইআর শুনানি ঘিরে অনিশ্চয়তা বাড়ছে। দেব ও মহম্মদ শামি-কে শুনানিতে ডাকা হয়েছে। একই সঙ্গে বিএলওদের মোবাইল অ্যাপে নতুন কাজ যোগ হয়েছে। বিপুল নো-ম্যাপ ও সন্দেহজনক ভোটার শুনানির চাপের কারণে ১৪ ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ নিয়ে কমিশনের অন্দরে সংশয় তৈরি হয়েছে।