প্রথম পাতা খবর ওয়েবসাইট ক্র্যাশের পর নয়া পোর্টাল চালু করল নির্বাচন কমিশন, এবার অনলাইনে দেখা যাবে ২০০২ সালের সম্পূর্ণ ভোটার লিস্ট

ওয়েবসাইট ক্র্যাশের পর নয়া পোর্টাল চালু করল নির্বাচন কমিশন, এবার অনলাইনে দেখা যাবে ২০০২ সালের সম্পূর্ণ ভোটার লিস্ট

31 views
A+A-
Reset

বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া শুরুর পর থেকেই ব্যাপক সমস্যায় পড়েছিল রাজ্যের ভোটাররা। রাজ্য নির্বাচন দফতরের পুরনো ওয়েবসাইট (ceowestbengal.nic.in/Roll_dist) ক্র্যাশ করায় অনেকে দেখতে পাননি নিজেদের বা পরিবারের সদস্যদের নাম। ভোটার লিস্ট থেকে নাম উধাওয়ের অভিযোগও উঠেছিল তৃণমূল কংগ্রেসের তরফে।

অবশেষে সমস্যার সমাধানে এগিয়ে এল নির্বাচন কমিশন। শুক্রবার তারা চালু করল একটি নতুন ওয়েবসাইট— https://ceowestbengal.wb.gov.in/। এখান থেকেই নাগরিকরা দেখতে পারবেন ২০০২ সালের সম্পূর্ণ ভোটার তালিকা, যা এবারের এসআইআর প্রক্রিয়ার মূল ভিত্তি।

প্রসঙ্গত, গত সোমবার রাজ্যে এসআইআর ঘোষণা করেছিল কমিশন। সেই বৈঠকেই জানানো হয়েছিল, ২০০২ সালের ভোটার তালিকায় যার নাম রয়েছে, তাঁকে কোনও অতিরিক্ত নথি জমা দিতে হবে না। সেই কারণেই রাজ্যজুড়ে নাগরিকদের মধ্যে শুরু হয় নিজেদের নাম যাচাইয়ের তৎপরতা। কিন্তু সোমবার সকাল থেকেই পুরনো ওয়েবসাইটে দেখা দেয় গুরুতর সমস্যা। কখনও ওয়েবসাইট খুলছিল না, আবার কখনও পৃষ্ঠা লোড হচ্ছিল না। শেষ পর্যন্ত বৃহস্পতিবার তা পুরোপুরি ক্র্যাশ করে যায়।

এরই মধ্যে তৃণমূল অভিযোগ তোলে, অনলাইন ভোটার তালিকা থেকে পরিকল্পিতভাবে নাম বাদ দেওয়া হচ্ছে। দলের অভিযোগ, “২০০২ সালের মূল লিস্টের সঙ্গে অনলাইন তালিকার অমিল স্পষ্ট।” কমিশনের পক্ষ থেকে সেই সময় বলা হয়, ওয়েবসাইটে প্রযুক্তিগত সমস্যার কারণেই কিছু নাম দেখা যাচ্ছে না।

এই বিতর্কের মাঝেই শুক্রবার নতুন ওয়েবসাইট চালু করে কমিশন, যেখানে সুষ্ঠুভাবে দেখা যাচ্ছে সমস্ত তথ্য। কমিশনের তরফে জানানো হয়েছে, নতুন পোর্টালটি আরও দ্রুত, স্থিতিশীল ও ব্যবহারবান্ধব, যাতে নাগরিকরা সহজেই তাঁদের নাম যাচাই করতে পারেন।

রাজনৈতিক মহলের মতে, এসআইআর প্রক্রিয়া ঘিরে উত্তেজনা ও অভিযোগের মাঝে এই পদক্ষেপ রাজ্য নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও দায়িত্ববোধের প্রতিফলন।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সাম্প্রতিক পোস্ট