প্রথম পাতা খবর বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু! ৭ দিনের মধ্যে SIR-এর প্রস্তুতি শেষের নির্দেশ নির্বাচন কমিশনের

বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু! ৭ দিনের মধ্যে SIR-এর প্রস্তুতি শেষের নির্দেশ নির্বাচন কমিশনের

13 views
A+A-
Reset

আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগেই জোরকদমে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। বুধবার রাজ্যের জেলাশাসকদের সঙ্গে ভারচুয়াল বৈঠক করে কমিশনের আধিকারিকরা জানিয়ে দেন, আগামী সাত দিনের মধ্যে SIR (Summary Revision of Electoral Rolls) প্রস্তুতি শেষ করতে হবে।

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন উপনির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী, কমিশনের তথ্যপ্রযুক্তি শাখার ডিরেক্টর জেনারেল সীমা খান্না, সচিব এসবি যোশী এবং উপসচিব অভিনব আগরওয়াল। তাঁরা রাজ্যের জেলাশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রস্তুতির খুঁটিনাটি খতিয়ে দেখেন। যদিও উত্তরবঙ্গের বিপর্যস্ত জেলার জেলাশাসকরা বৈঠকে যোগ দিতে পারেননি।

সূত্রের খবর, কমিশনের আধিকারিকরা SIR প্রস্তুতি ঠিক কতদূর এগিয়েছে তা জানতে চান এবং এক সপ্তাহের মধ্যে সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ করার কড়া নির্দেশ দেন। পাশাপাশি এনুমারেশন ফর্ম ছাপানোর প্রস্তুতি পর্বও শেষ করতে বলা হয়।

উল্লেখযোগ্যভাবে, বাংলায় বর্তমানে ভোটারের সংখ্যা প্রায় ৭.৬৫ কোটি। প্রত্যেক ভোটারকে দু’টি করে ফর্ম দেওয়া হবে — একটির কপি বিএলও-র কাছে থাকবে এবং অন্যটি ভোটারের কাছে। অর্থাৎ, অন্তত ১৫ কোটি ফর্ম প্রয়োজন হবে। এই ফর্মগুলির সফট কপি দিল্লি থেকে রাজ্যের প্রতিটি জেলায় পাঠানো হবে।

জেলা প্রশাসনকে দায়িত্ব দেওয়া হয়েছে ফর্ম ছাপানোর। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, SIR বিজ্ঞপ্তি প্রকাশের ৪-৫ দিনের মধ্যেই অন্তত ৩০ শতাংশ ফর্ম ছাপানোর কাজ শেষ করতে হবে। তাই সময়সীমা মাথায় রেখে প্রশাসনকে প্রস্তুতি পর্ব দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.