প্রথম পাতা খবর রাজ্যের সিইও দফতরকে ‘স্বাধীন’ করার নির্দেশ নির্বাচন কমিশনের

রাজ্যের সিইও দফতরকে ‘স্বাধীন’ করার নির্দেশ নির্বাচন কমিশনের

80 views
A+A-
Reset

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে বড় পদক্ষেপ কেন্দ্রীয় নির্বাচন কমিশনের। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-এর দফতরকে ‘স্বাধীন দফতর’ হিসেবে ঘোষণা করতে রাজ্য সরকারকে নির্দেশ পাঠাল কমিশন।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের অধস্তন সচিব এম আশুতোষ এই মর্মে রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিয়েছেন। তাতে বলা হয়েছে, বর্তমানে রাজ্যের অর্থ, স্বরাষ্ট্র এবং পার্বত্য দফতরের অধীনে থাকা সিইও দফতরের উপর থেকে প্রশাসনিক ও আর্থিক নিয়ন্ত্রণ সরিয়ে নেওয়া প্রয়োজন। কারণ, এই নিয়ন্ত্রণ থাকলে সিইও-র নিরপেক্ষ ও স্বশাসিত কাজকর্ম ব্যাহত হতে পারে।

চিঠিতে আরও বলা হয়েছে, সিইও দফতরকে একেবারে স্বাধীনভাবে গঠন করতে হবে। তার জন্য পৃথক প্রশিক্ষণ পরিকাঠামো গড়ে তোলার কথাও বলা হয়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, মুখ্য নির্বাচনী আধিকারিক অতিরিক্ত মুখ্যসচিব (ACS) হলেও, তিনি আর রাজ্যের মুখ্যসচিব বা প্রিন্সিপাল সচিবদের অধীনে থাকবেন না। এ ছাড়া, আসন্ন নির্বাচনের কথা মাথায় রেখে উপ, অতিরিক্ত ও যুগ্ম সিইও-র চারটি পদ দ্রুত পূরণ করতে বলা হয়েছে রাজ্য সরকারকে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.