কলকাতা: আগামী শনিবার শেষ দফার ভোট নেওয়া হবে। তার পর ৪ জুন ভোটগণনা। তার আগে একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন।
কমিশন জানিয়েছে, ভোট গণনার জন্য কোনো শিক্ষককে কাউন্টিং এজেন্ট হিসেবে নিয়োগ করা যাবে না। এ বিষয়ে নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার একটি নির্দেশিকায় কমিশন বলেছে যে রাজ্যের কোনো সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে কর্মরত শিক্ষকদের ভোট গণনার সময় কাউন্টিং এজেন্ট হিসাবে নিয়োগ করা যাবে না। স্থায়ী বা অস্থায়ী যে কোনো শিক্ষকের জন্য এই নির্দেশ প্রযোজ্য হবে।
কমিশনের এই নির্দেশিকায় স্পষ্ট, ভোটগণনার কাজে বিভিন্ন দলের প্রার্থীদের গণনার এজেন্ট হিসাবে শিক্ষকদের নিয়োগ করা যাবে না। ওয়াকিবহাল মহলের মতে, এমনিতে কমিশনের নিয়ম বলছে, প্রার্থীদের কাউন্টিং এজেন্ট হিসাবে শিক্ষকদের নিয়োগ করা যায় না। কিন্তু তবুও কোথাও কোথাও শিক্ষকদের দিয়ে এই কাজ করানো হত।
এ বার আর সেই ঘটনার পুনরাবৃত্তি চাইছে না নির্বাচন কমিশন। যে কারণে, শেষ দফার ভোট নেওয়ার আগেই নতুন করে নির্দেশিকা জারি করল কমিশন। নতুন নির্দেশিকা জারি করে সেই বিষয়টি আরও এক বার স্পষ্ট করে দিল কমিশন। আরও এক বার জানিয়ে দেওয়া হল, শিক্ষকদের এই কাজে নেওয়া যাবে না। তবে কাউন্টিং এজেন্টের কাজ করতে পারবেন শিক্ষক ছাড়া অন্য সরকারি কর্মচারীরা।