প্রথম পাতা খবর ভোটার তালিকা বিতর্কে সুর নরম কমিশনের, বৈঠক শেষে দাবি তৃণমূল প্রতিনিধি দলের

ভোটার তালিকা বিতর্কে সুর নরম কমিশনের, বৈঠক শেষে দাবি তৃণমূল প্রতিনিধি দলের

161 views
A+A-
Reset

ভোটার তালিকা পরিমার্জন নিয়ে ফের বিতর্কের কেন্দ্রে নির্বাচন কমিশন। বিহারে ভোট সংক্রান্ত এক বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কে নতুন করে সুর চড়াল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধি দল মঙ্গলবার দিল্লিতে কমিশনের সদর দফতরে গিয়ে কমিশনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করে। বৈঠক শেষে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি, কমিশন আগের কিছু কঠোর অবস্থান থেকে কিছুটা সরেছে এবং তাঁদের বক্তব্য বিবেচনা করার আশ্বাস দিয়েছে।

তৃণমূলের অভিযোগ ছিল, যাঁরা ১৯৮৭ সালের পরে জন্মেছেন, তাঁদের ক্ষেত্রে মা-বাবার জন্ম তারিখ ও জন্মস্থান সংক্রান্ত তথ্য বাধ্যতামূলক করায় বহু বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা তৈরি হচ্ছিল। কল্যাণ বলেন, “কমিশন বলেছে এই শর্ত থেকে তারা সরে এসেছে। আমরা বলেছি, ২০২৪ সালের যাঁরা বৈধ ভোটার, তাঁদের কোনও শর্ত ছাড়াই তালিকায় রাখা উচিত। কমিশন বলেছে, আমরা বিষয়টি বিবেচনা করব।”

তৃণমূলের অভিযোগ, হঠাৎ করে তালিকা থেকে বড় সংখ্যায় নাম বাদ যাচ্ছে, আবার ভোটের ঠিক আগে প্রচুর নতুন নাম যোগ হচ্ছে। এই নিয়ে অন্যান্য রাজ্য যেমন মহারাষ্ট্র, দিল্লি, হরিয়ানার উদাহরণ তুলে ধরেছেন তৃণমূল নেতারা। কমিশন জানিয়েছে, মনোনয়ন জমার শেষ দিন পর্যন্ত নাম তোলা যায়, কিন্তু তার পরে ২৪ দিন আগে আর কোনও নাম তালিকায় তোলা যায় না।

কল্যাণ বলেন, “১৮ বা ২১ বছরের ভোটার নিয়ে সমস্যা নেই। কিন্তু ৫০-৬০ বছর বয়সি ৪০ হাজার নতুন ভোটার কীভাবে হল, সেটাই প্রশ্ন। এই বিষয়টিও কমিশন গুরুত্ব দিয়ে দেখছে বলে জানিয়েছে।”

এই বিষয়ে তৃণমূলের তরফে শীঘ্রই লিখিতভাবে নতুন করে সুপারিশ পাঠানো হবে বলেও জানা গেছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.