সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যে নতুন করে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। বাতিল হওয়া ২০১৬ সালের প্যানেলের চাকরিহারাদের সামনে ফের চাকরিতে ফেরার সম্ভাবনা তৈরি হলেও ‘যোগ্য’ চাকরিহারারা নতুন পরীক্ষায় বসতে নারাজ।
শুক্রবার বিধানসভায় গিয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে তাঁরা পাঁচ দফা দাবি জানান— যোগ্য-অযোগ্যদের পৃথক তালিকা প্রকাশ, ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ, মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা-সহ আরও কয়েকটি বিষয়। স্পিকার বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।
উল্লেখ্য, আদালতের রায়ে বাতিল হওয়া ওই প্যানেলের ফলে প্রায় ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক চাকরি হারিয়েছেন। আগামী ১৬ জুন থেকে নতুন নিয়োগের ফর্ম বিলি শুরু হবে। তবে ‘যোগ্য’দের দাবি, যাঁরা একবার পরীক্ষায় পাশ করেছিলেন, তাঁদের ফের পরীক্ষা দেওয়া উচিত নয়।