প্রথম পাতা খবর তৃণমূল নেতার বাড়িতে ইডি হানা, স্থানীয়দের বিক্ষোভে উত্তাল সন্দেশখালি

তৃণমূল নেতার বাড়িতে ইডি হানা, স্থানীয়দের বিক্ষোভে উত্তাল সন্দেশখালি

676 views
A+A-
Reset

কলকাতা: শুক্রবার সকালে কলকাতা-সহ সংলগ্ন জেলার মোট ১২টি জায়গায় তল্লাশি অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে হানা দিতে গিয়ে স্থানীয়দের রোষে পড়ে ইডি। এই ঘটনায় অবশ্য ইডিরই প্ররোচনা দেখছে রাজ্য়ের শাসক দল।

ঘ‌টনায় প্রকাশ, রেশন দুর্নীতির তদন্তে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষের শেখ শাহজাহানের বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় এজেন্সি। সেসময় বাড়িতে কেউ ছিলেন না। ১ ঘণ্টা অপেক্ষার পর কেন্দ্রীয় বাহিনী তালা ভাঙার চেষ্টা করতেই তৈরি হয় বিপত্তি। কয়েক হাজার মানুষ শাহজাহানের বাড়ির সামনে জড়ো হন। ইডি-কে বাধা দিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা।

মারমুখী জনতার চাপে পিছু হটতে হয় কেন্দ্রীয় তদন্ত সংস্থার আধিকারিকদের। পুরো এলাকা কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে স্থানীয় পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।

এরই মধ্যে, সন্দেশখালির বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। বেশ কয়েকটি রাস্তা কাঠের গুঁড়ি দিয়ে অবরোধ করা হয়েছে। টায়ারে আগুন ধরিয়ে প্রতিবাদ করতেও দেখা গিয়েছে স্থানীয়দের একাংশকে।

এই ঘটনায় রাজনৈতিক বিতর্ক শুরু হতেই মুখ খোলে তৃণমূল। দলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “সন্দেশখালির ঘটনা অত্যন্ত উদ্বেগজনক এবং দুর্ভাগ্যজনক। কিন্তু শুধু তৃণমূলকে বেইজ্জত করবে বলে বিজেপির নির্দেশে কেন্দ্রীয় সংস্থা এবং কেন্দ্রীয় বাহিনী বিভিন্ন এলাকায় গিয়ে তল্লাশির নামে প্ররোচনা দিচ্ছে।”

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.