প্রথম পাতা খবর আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার সিলেবাস থেকে বাদ ৩০থেকে ৩৫ শতাংশ

আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার সিলেবাস থেকে বাদ ৩০থেকে ৩৫ শতাংশ

271 views
A+A-
Reset

ডেস্ক: করোনা পরিস্থিতির কারণে এ বার মাধ্যমিকের সিলেবাসেও কোপ পড়ল। মঙ্গলবার পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়, দশম শ্রেণির প্রধান বিষয়গুলির সিলেবাস অন্তত ৩০ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত ছেঁটে ফেলা হচ্ছে। মূলত গতবারেও ৩০ থেকে ৩৫ শতাংশ সিলেবাসও বাদ দেওয়ার কথা জানিয়েছিল পর্ষদ। সেই মতই এবারেও একই সিলেবাস রাখা হল।

আগামী বছরের মাধ্যমিক পরীক্ষায়।শুধু তাই নয় কোন বিষয়ে কতটা করে সিলেবাস থাকবে সেই বিষয়ে বিস্তারিত জানানো হল নির্দেশিকায়। নির্দেশিকা থেকে স্পষ্ট আগামী বছর সশরীরে ছাত্র-ছাত্রীদের মাধ্যমিক পরীক্ষা দিতে হবে। যদিও পরীক্ষা কবে হবে সেই বিষয়ে অবশ্য পর্ষদ এখনো কোন বিজ্ঞপ্তি জারি করেনি।

আরও পড়ুন: বিকাশ ভবনের সামনে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা পাঁচ শিক্ষিকার


প্রথম এবং দ্বিতীয় ভাষার পাশাপাশি গণিত, ভৌতবিজ্ঞান, জীবন বিজ্ঞান, ইতিহাস এবং ভূগোল; প্রত্যেকটি বিষয় থেকেই সিলেবাস ৩০ থেকে ৩৫ শতাংশ করে ছাঁটা হয়েছে। প্রত্যেকটি বিষয়ের নতুন পাঠক্রম ঠিক কেমন হতে চলেছে, সেটাও জানানো হয়েছে পর্ষদের পক্ষ থেকে। ১৫টি এমসিকিউ, ১ নম্বরের ২১ টি শর্ট কোয়েশ্চন মিলিয়ে মোট ৯০ নম্বরে র পরীক্ষাই হবে বলে জানিয়েছে পর্ষদ।


করোনা আবহে পঠনপাঠন স্বাভাবিক হয়নি এখনও। স্কুল কলেজ কবে খুলবে? গতকাল নবান্নের মুখ্যমন্ত্রী বলেছেন, ‘কাল কী হবে বলতে পারছি না। যদি আজকের কথা বলেন, রাজ্যে করোনা নিয়ন্ত্রণে। আমরা চাই পড়ুয়ারা স্কুলে যাক। কিন্তু আগাম পরিকল্পনা করতে হবে। পুজো এসে গিয়েছে। কাজেই পুজোর ছুটি- ভাইফোঁটা, দেওয়ালির পর পরিস্থিতি ঠিক থাকলে স্কুল খুলব’। এই পরিস্থিতিতে পড়ুয়াদের অসুবিধার কথা মাথা রেখে আগামী বছর মাধ্যমিকের সিলেবাস ৩০ থেকে ৩৫ শতাংশ কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল মধ্যশিক্ষা পর্ষদ। 

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.