নয়াদিল্লি: ফের একবার বাংলো খালি করার নির্দেশ মহুয়া মৈত্রকে। ডিরেক্টরেট অফ এস্টেট-এর তরফে কার্যত আল্টিমেটাম দেওয়া হল সংসদ থেকে বহিষ্কৃত তৃণমূলের সাংসদকে। মঙ্গলবারই তাঁকে এই নোটিশ পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। নোটিশে বলা হয়েছে, যদি মহুয়া নিজেই বাংলো না খালি করেন, তাহলে প্রয়োজন অনুযায়ী, বলপ্রয়োগের কথা ভাবা হতে পারে।
এর আগে, লোকসভা থেকে বহিষ্কারের পর মহুয়াকে প্রথম ৭ জানুয়ারির মধ্যে বাংলো খালি করার নির্দেশ দেওয়া হয়। সে সময় মহুয়া দিল্লির বাংলোতে লোকসভা ভোট পর্যন্ত তাঁকে থাকতে দেওয়ার আর্জি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু, আদালত গোটা বিষয়টি ডিরেক্টরেট অফ এস্টেটের উপর ছেড়ে দেয়। ফের তাঁকে নোটিশ দেওয়া হয় গত ১২ জানুয়ারি।
সংবাদ সংস্থা সূত্রে খবর, আগের দুইবার নোটিশ পাঠিয়েও কোনও লাভ না হওয়ায়, এ বার মহুয়া মৈত্র যাতে অবিলম্বে সরকারি বাংলো ছেড়ে দেন, তার জন্য ডিরেক্টরেট অব এস্টেটের একদল আধিকারিক পাঠানো হবে।
উল্লেখযোগ্য ভাবে নোটিসে লেখা হয়েছে, বাংলো খালি করতে প্রয়োজনে বলপ্রয়োগের রাস্তাতেও হাঁটা হতে পারে। স্বভাবতই, প্রাক্তন সাংসদকে পাঠানো নোটিসের ভাষায় প্রশ্ন উঠে যাচ্ছে, তাহলে কি মহুয়াকে বাংলোছাড়া করতে জবরদস্তির পথেও হাঁটতে পারে মোদী সরকার?