প্রথম পাতা খবর লালবাজারের কাছে এজরা স্ট্রিটে গুদামে ভয়াবহ আগুন! ঘটনাস্থলে ২৩টি ইঞ্জিন

লালবাজারের কাছে এজরা স্ট্রিটে গুদামে ভয়াবহ আগুন! ঘটনাস্থলে ২৩টি ইঞ্জিন

40 views
A+A-
Reset

শনিবার ভোরে ফের অগ্নিকাণ্ড কলকাতায়। লালবাজারের কাছে এজ়রা স্ট্রিটের একটি গুদামে আচমকাই আগুন লেগে যায়। সকাল পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। বরং প্রতি মিনিটে লেলিহান শিখা আরও ভয়াবহ হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের অন্তত ২৩টি ইঞ্জিন। ল্যাডার দিয়ে উপরে উঠে আগুন নিয়ন্ত্রণের চেষ্টাও চলছে। এলাকা ঘিঞ্জি হওয়ায় ক্ষয়ক্ষতির আশঙ্কা বাড়ছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোর ৫টা নাগাদ গুদাম থেকে হঠাৎ কালো ধোঁয়া বের হতে দেখা যায়। সেই সময়ই স্থানীয়রা দমকলে খবর দেন। গুদামে ছিল প্রচুর বৈদ্যুতিক তার, বৈদ্যুতিন যন্ত্রপাতি এবং দাহ্য সামগ্রী, ফলে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। অনেকে কিছু বুঝে ওঠার আগেই আগুন আকাশ ছুঁয়ে ফেলে চারপাশ ঢেকে যায় ধোঁয়ার গাঢ় চাদরে।

আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। তবে বৈদ্যুতিন সামগ্রী থেকেই আগুনের উৎস— এমনটাই প্রাথমিক অনুমান। অনেকে শর্ট সার্কিটের সম্ভাবনার কথাও বলছেন। দমকল এখনও কোনওভাবেই নিশ্চিত করতে পারেনি।

গুদামে পর্যাপ্ত অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল না, তা স্বীকার করেছেন স্থানীয় কাউন্সিলরও। তাঁর দাবি, সমস্যা বহু পুরনো। বারবার এখানেই আগুন লাগে। কয়েক মাস আগেও একই ধরনের ঘটনার সাক্ষী ছিল এজ়রা স্ট্রিট। আশপাশের ক্ষতিগ্রস্ত ভবন থেকে বহু মানুষকে ইতিমধ্যেই সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ ও দমকল সূত্রে খবর, গুদাম থেকে আগুন পাশের বাড়িগুলিতেও ছড়িয়ে পড়েছে। একাধিক আবাসনে আগুন লাগার খবর মিলেছে। ভিতরে কেউ আটকে আছে কি না, তা এখনও নিশ্চিত নয়।

এদিকে দমকলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয়দের একাংশ। অভিযোগ— খবর দেওয়ার পরেও দমকল দেরিতে পৌঁছেছে, যার ফলে আগুন আরও ছড়িয়েছে। পরিস্থিতি সামাল দিতে ব্যাপকভাবে হিমশিম খাচ্ছেন দমকলকর্মীরা। আতঙ্কে রাতভর ঘুম উধাও বাসিন্দা ও ব্যবসায়ীদের।

আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের লড়াই এখনো চলছে। ক্ষয়ক্ষতির পুরো হিসেব এখনও পাওয়া যায়নি।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.