ডেস্ক: ভবানীপুরের খালসা হাইস্কুলে উত্তেজনা। বিজেপির অভিযোগ, ভুয়ো ভোটার এনে ভোট করাচ্ছে তৃণমূল। পাল্টা শাসকদলের অভিযোগ, ভুয়ো ভোটার এনে অশান্তি ছড়াচ্ছে বিজেপি। এই নিয়েই ভোটকেন্দ্রের ভিতর মারামারি শুরু হয়ে যায়।
বিজেপির তরফে অভিযোগ করা হয়, এক যুবক কোনও রকম পরিচয়পত্র বা বৈধ নথি ছাড়াই ভোটগ্রহণ কেন্দ্রে ঢুকে ভোট দিতে যাচ্ছিলেন। সেই সময় অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলা হয় বলে জানানো হয় গেরুয়া শিবিরের তরফে।
আরও পড়ুন: বুথ জ্যামের অভিযোগ তুলল বিজেপি, অকারণে অশান্তি তৈরির চেষ্টা করছে পাল্টা তোপ ফিরহাদের
যদিও তৃণমূলের তরফে সেই অভিযোগ উড়িয়ে দেওয়া হয়।পাল্টা তৃণমূলের দাবি, বিজেপি অশান্তি পাকাতেই এই পরিস্থিতি তৈরি করেছে বিজেপি। যে ছেলেটিকে মারধর করা হয়েছে, বিজেপির লোকজন দীর্ঘক্ষণ ধরে তাঁকে আটকে রাখে। এর সঙ্গে ভুয়ো ভোটারের কোনও সম্পর্কই নেই। সকাল থেকে শান্তিপূর্ণ ভাবে ভোটদান পর্ব চলছিল। বিজেপির প্রার্থী ঢুকতেই গোলমাল শুরু হয়।
স্থানীয়দের অভিযোগ বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল অতিরিক্ত গাড়ি এবং বহিরাগতদের নিয়ে এলাকায় ঘুরছেন। ফলে তাঁদের ভোট দিতে অসুবিধা হতে। পাল্টা বিজেপি প্রার্থীর অভিযোগ, বুথ জ্যাম করে ছাপ্পা ভোট চলছে। মদন মিত্রর এলাকায় ভুয়ো ভোট চলছে। ভুয়ো ভোটার নিয়ে উত্তেজনার পরই খালসা হাইস্কুলে নিরাপত্তা বাড়ানো হয়। ঘটনাস্থলে পৌঁছল জয়েন্ট সিপি নীলাঞ্জন বিশ্বাস। এ ছাড়াও ঘটনাস্থলে যান কেন্দ্রীয় বাহিনীর ভারপ্রাপ্ত আধিকারিকও।