প্রথম পাতা খবর ‘আপাতত বিদায়, পশ্চিমবঙ্গ বিজেপি!’, চাঞ্চল্যকর টুইট তথাগতর

‘আপাতত বিদায়, পশ্চিমবঙ্গ বিজেপি!’, চাঞ্চল্যকর টুইট তথাগতর

280 views
A+A-
Reset

ডেস্ক: ‘আপাতত বিদায়, পশ্চিমবঙ্গ বিজেপি!’। বঙ্গ বিজেপিকে বিদায় জানিয়ে টুইট করেন এই বর্ষীয়ান নেতা। তিনি লেখেন, ”কারুর কাছ থেকে বাহবা পাবার জন্য আমি টুইটগুলো করছিলাম না। দলের কিছু নেতৃস্থানীয় লোক যেভাবে কামিনী-কাঞ্চনে গা ভাসিয়েছিলেন সেটা সম্বন্ধে দলকে সজাগ করার জন্য করছিলাম। এবার ফলেন পরিচয়তে। পুরভোটের ফলের জন্য প্রতীক্ষায় থাকব। আপাতত বিদায়, পশ্চিমবঙ্গ বিজেপি !”প্রশ্ন উঠছে, তবে কি বিজেপি ছাড়ছেন তিনি? নাকি টুইট করবেন না বর্ষীয়ান নেতা? যদিও এ জল্পনা জিইয়ে রেখেছেন তথাগত রায়। কারণ, টুইট ছাড়া কিছুই বলবেন না বলেই দাবি করেন তিনি।


অপরটিতে লেখেন, ‘সলিল চৌধুরীর জন্মদিন উপলক্ষ্যে একটি টিভি চ্যানেলে এক গায়ক তাঁর একটি পুরোনো গান গাইছিলেন, যার কথা, “চাকা ঘুরবে না….ধোঁয়া উড়বে না …হরতাল…হরতাল”! আহা, পশ্চিমবঙ্গের জন্য কি উপযুক্ত গান ! ঝাল আন্ডা কি জয় !’


টুইটে এর আগেও একাধিকবার বোমা ফাটিয়েছেন বর্ষীয়ান বিজেপি নেতা। রাজ্য নেতৃত্বের সঙ্গে তাঁর সংঘাতও প্রায় স্পষ্ট। রাজনৈতিক মহলের মতে, একই দলের নেতা হওয়া সত্ত্বেও বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে তাঁর সম্পর্ক মোটেও সুমধুর নয়।দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয়-সহ একাধিক নেতার বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক দাবি করে চলেছেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল। তাঁকে নিয়ে অস্বস্তিতে গেরুয়া শিবির। তবে শনিবার ‘বিদায়ে’র কথা উল্লিখিত টুইট ঘিরে জল্পনা যে আরও অন্য মাত্রা পেল, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। তথাগত রায় পরবর্তী পদক্ষেপ কী করেন, সেদিকেই নজর সকলের।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.