রাজ্যের কৃষকদের পেনশনের টাকা যদি সময়মতো না পৌঁছয়, তবে অভিযোগ জানালেই ২৪ ঘণ্টার মধ্যে তা অ্যাকাউন্টে পৌঁছে যাবে। বুধবার বিধানসভায় এমনই আশ্বাস দিলেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি জানান, কৃষকেরা সরাসরি ব্লক আধিকারিকদের জানানোর পাশাপাশি প্রয়োজনে তাঁকে ফোন করেও সমস্যার কথা বলতে পারেন।
বিধানসভায় বিধায়ক নরহরি মাহাতো প্রশ্ন তোলেন যে, পুরুলিয়ার বহু কৃষক গত কয়েক মাস ধরে পেনশনের টাকা পাননি। উত্তরে কৃষিমন্ত্রী জানান, পুরুলিয়ায় মোট ৪,৩০২ জন কৃষি পেনশনভোগী রয়েছেন এবং যাঁদের টাকা আটকে রয়েছে, তাঁরা অভিযোগ জানালেই ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া, বহু কৃষকের পেনশনের আবেদন জমা পড়লেও তাঁরা এখনও সুবিধা পাননি বলে অভিযোগ ওঠে। কৃষিমন্ত্রী এ প্রসঙ্গে জানান, ২০২৪ সালের ৩১ মার্চের পরিসংখ্যান অনুযায়ী রাজ্যে ৭০,৭৭২ জন কৃষক এই পেনশন সুবিধা পাচ্ছেন। যাঁরা এখনও আবেদন করেও পাননি, তাঁদের যোগ্যতা থাকলে সরকার দ্রুত ব্যবস্থা নেবে বলে আশ্বাস দেন তিনি।
এদিন বিধানসভা চত্বরে উত্তেজনারও সৃষ্টি হয়। রাজ্যের চা-বাগানের জমি পর্যটনের জন্য ব্যবহারের সিদ্ধান্তের প্রতিবাদে বিজেপি বিধায়করা মুলতুবি প্রস্তাব আনেন। তবে এ নিয়ে আলোচনার সুযোগ না মেলায় বিধানসভা থেকে ওয়াক আউট করেন বিজেপি বিধায়করা এবং বিধানসভার গেটের সামনে বসে বিক্ষোভ দেখান।