প্রথম পাতা খবর নিমতলার কাঠের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

নিমতলার কাঠের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

264 views
A+A-
Reset

নিমতলার কাঠের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড। দুর্ঘটনাস্থলে ইতিমধ্যেই গিয়ে পৌঁছেছে দমকলের ছয়টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ। ঘিঞ্জি এলাকায় ওই গুদাম হওয়ায় আগুন নেভাতে রীতিমতো হিমশিম খেতে হয় দমকল কর্মীদের।

শনিবার সকালে নিমতলার মহর্ষি দেবেন্দ্র রোডে কাঠের গুদামে আগুন লাগে। আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। পরবর্তী সময়ে আরও তিনটি ইঞ্জিন আসে। দাহ্যবস্তু মজুত থাকায় দ্রুত ছড়াতে থাকে আগুন। দমকল আসার আগেই তা ছড়িয়ে পড়ে পাশের দোকানগুলিতে। তবে ঘিঞ্জি এলাকায় গুদামটি অবস্থিত হওয়ায় আগুন নেভাতেও বেগ পেতে হয় দমকল কর্মীদের।

যদিও প্রায় ঘণ্টা দুয়েকের চেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে খবর। গুদামের ভিতর থেকে দাহ্য পদার্থগুলি সরিয়ে ফেলার কাজ চলছে। পাশাপাশি আর কোনও ফায়ার পকেট রয়ে গিয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। আগুনে বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন :

অভিষেকের সঙ্গে বৈঠক ইতিবাচক হয়েছে বলে জানালেন আন্দোলনরত এসএসসি চাকরিপ্রার্থীরা

এবার ভোটার তালিকায় নাম উঠবে ১৭ বছর বয়সে

শিল্পপতিদের জমি দেওয়ার ক্ষেত্রে নয়া নীতি আনতে চলেছে রাজ্য

“মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত ঠিক, দলের সিদ্ধান্ত সঠিক কিনা সময় বলবে”, পার্থ

‘আমি ষড়যন্ত্রের শিকার’, মন্ত্রিত্ব হারানোর পর প্রথম প্রতিক্রিয়া দিলেন পার্থ চট্টোপাধ্যায়

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.