প্রথম পাতা খবর খোয়াই থানায় ধর্নার জের, অভিষেক-সহ ৫ নেতার বিরুদ্ধে FIR

খোয়াই থানায় ধর্নার জের, অভিষেক-সহ ৫ নেতার বিরুদ্ধে FIR

355 views
A+A-
Reset
  • ডেস্ক: খোয়াই থানায় ধর্নার জের অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ ৫ তৃণমূল কংগ্রেস নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করল ত্রিপুরা পুলিশ। অভিষেক বন্দ্যোপাধ্যায়, দোলা সেন,  ব্রাত্য বসু, কুণাল ঘোষদের বিরুদ্ধে FIR দায়ের করল পুলিস। মঙ্গলবার গভীর রাতে খোয়াই থানায় স্বতঃপ্রণোদিত ভাবে সেই মামলা দায়ের করা হয়। ত্রিপুরায় বিপ্লব দেবের সরকার ভয় পেয়েছে, পাল্টা টুইট করেছেন কুণাল ঘোষ। এই ঘটনার পরে ত্রিপুরায় আন্দোলন আরও তীব্র হবে বলে হুঙ্কার দিয়েছেন তিনি।


ধৃতদের ছাড়াতে থানায় যান অভিষেক বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসু, দোলা সেন, কুণাল ঘোষরা। পুলিশ আধিকারিকদের সঙ্গে দীর্ঘক্ষণ তাঁদের বাদানুবাদ চলে।এই প্রেক্ষিতে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের ট্যুইট, রবিবারের খোয়াই থানার ঘটনায় গতকাল গভীর রাতে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, ত্রিপুরার তৃণমূল নেতা সুবল ভৌমিক-সহ ৫ জনের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করল পুলিশ। ১৮৬/৩৪ ধারায় নিজের থেকে মামলা করল খোয়াই থানার পুলিশ। ভয় পেয়েছে বিজেপি। 

আরও পড়ুন: সারা দেশে এনআরসি করার পরিকল্পনা নেই কেন্দ্রের, তবে NPR হচ্ছেই, সংসদে জানাল কেন্দ্র


খোয়াই থানার ওসি মনোরঞ্জন দেব বর্মা অভিষেক-সহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের তালিকায় রয়েছেন দোলা সেন, কুণাল ঘোষ, ব্রাত্য বসু, সুবল ভৌমিক ও প্রকাশচন্দ্র দাসেরও। তাঁদের বিরুদ্ধে মূলত ২টি ধারায় মামলা করা হয়েছে। ১৮৬ ও ৩৪ নম্বর- এই দুটি ধারায় সরকারি কাজে বাধা দান ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা রুজু করা হয়েছে। কেন দেবাংশু ভট্টাচার্যদের আদালতে নিয়ে যেতে দেরি হয়েছে, তারও বিস্তারিত কারণ তুলে ধরেন মনোরঞ্জন দেব বর্মা। অভিষেক বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষরা দীর্ঘসময়ে থানায় বসে ছিলেন।

আদালতে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। 
তৃণমূল নেতৃত্বের প্রশ্ন, “অভিযোগ থাকলে রবিবার কোর্টে কেন বলেনি পুলিস? এতদিন পর কেন মামলা দায়ের?” তৃণমূলের বিরুদ্ধে পাল্টা সরব বিজেপি। জয়প্রকাশ মজুমদার বলেন, “বিরোধীদের বিরুদ্ধে মিথ্যে মামলা করা তৃণমূলের অভ্যাস। তাঁদের মুখে মিথ্যে মামলার কথা মানায় না।”। 

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.