হুগলি: সোমবার (২৫ ডিসেম্বর, ২০২৩) বড়দিন। সেজে উঠছে ব্যান্ডেল চার্চ। তার দু’দিন আগে ভয়ঙ্কর ঘটনা। রাতের অন্ধকারে পুড়ে ছাই একাধিক দোকান ঘর। চোখের নিমিষেই শেষ লক্ষাধিক টাকার জিনিসপত্র।
বড়দিনের আগে বড় ধাক্কার মুখোমুখি হুগলির ব্যান্ডেল চার্চের পাশের দোকানিরা। প্রতিবারই বড়দিন উপলক্ষে ছোটদের খেলনা, ইমিটেশন গয়না, চশমা-সহ নানা মনোহারি দোকানের পসরা নিয়ে বসেন ব্যবসায়ীরা। বৃহস্পতিবার মধ্যরাতে আগুন লাগে ব্যান্ডেল চার্চ এর বাইরে থাকা দোকানগুলিতে। সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে যায় কম করে সাতটি দোকান। চোখের জলে ভাসাচ্ছেন ব্যবসায়ীরা।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত ১টা নাগাদ ওই এলাকায় আগুন লাগে। কালীতলা জেলেপারার বাসিন্দারা জল দিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। পরে আসে দমকলের একটি ইঞ্জিন। চুঁচুড়া থানার পুলিশ পৌঁছায় ঘটনাস্থলে।
শুক্রবার সকালে চুঁচুড়া পুরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিন্দিতা রাজবংশী মণ্ডল, চার নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সঞ্জয় পাল ঘটনাস্থলে যান। এই অগ্নিকাণ্ড নিছক দুর্ঘটনা না কি নাশকতা, তা তদন্ত করার দাবি জানিয়েছেন তাঁরা।