কলকাতা: মঙ্গলবার সকালে আগুন আতঙ্ক পার্ক স্ট্রিটের অফিস পাড়ায়। ক্যামাক স্ট্রিট ও পার্ক স্ট্রিটের সংযোগ স্থলের কাছাকাছি পার্ক সেন্টারে আগুন। ২৪ নম্বর পার্ক স্ট্রিটে আগুন লেগে কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছে গোটা এলাকা।
খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল। ঘটনাস্থলে পৌঁছেছে দমকল, পার্কস্ট্রিট থানা ও শেক্সপিয়ার সরণি পুলিশ। দ্রুত গতিতে অগ্নি নির্বাপনের চেষ্টা চলছে। যে বহুতলে আগুন লেগেছে সেখানে একটি রেস্তোরাঁ আছে। ইতিমধ্যেই বিল্ডিং থেকে পরপর সিলিন্ডার বের করে আনা হচ্ছে।
আশপাশে অনেক বহুতল রয়েছে। যেখানে বিভিন্ন কোম্পানির বিভিন্ন অফিস রয়েছে। আগুন লাগার খবর পৌঁছতেই আতঙ্কিত অফিস কর্মীরা রীতিমতো রাস্তায় চলে এসেছেন। এখনও ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে যে বহুতলে আগুন লাগার ঘটনা ঘটেছে সেখানে কেউ আটকে নেই বলেই খবর।
আরও আসছে…