কলকাতা: শিয়ালদহ স্টেশনের বাইরে দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়িতে আগুন। আগুন ছড়িয়ে পড়ে পাশের দু’টি বাইকেও। শনিবার সকাল ১১টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়াল স্টেশন চত্বরে।
দমকলের ২টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশের গাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। আগুনে ক্ষতিগ্রস্ত হয় পাশে দাঁড় করিয়ে রাখা দু’টি মোটরবাইক। শর্ট সার্কিট থেকে আগুন বলে প্রাথমিক অনুমান পুলিশের। তবে সঠিক কারণ জানতে তদন্ত হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে রেলের তরফে।
জানা গিয়েছে, কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের একটি গাড়ি দাঁড়িয়েছিল শিয়ালদহ স্টেশনের ১ নম্বর গেটের বাইরে। সেটাই আচমকা অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গিয়েছে।
এক বাইক চালক জানাচ্ছেন, তিনি গাড়িটি পার্কিংয়ে রেখে চা খেতে গিয়েছিলেন। আচমকাই আগুন দেখতে পান। তাড়াতাড়ি এসে বাইকটি উদ্ধার করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু পারেননি।
আরও পড়ুন: ৫ ডিসেম্বর মুখোমুখি হতে পারেন মোদী-মমতা, রাজ্যের বকেয়া টাকা নিয়ে আলোচনার সম্ভাবনা