প্রথম পাতা খবর চলন্ত হামসফর এক্সপ্রেসে ভয়াবহ আগুন, নিরাপদে সমস্ত যাত্রী

চলন্ত হামসফর এক্সপ্রেসে ভয়াবহ আগুন, নিরাপদে সমস্ত যাত্রী

311 views
A+A-
Reset

শনিবার দুপুরে গুজরাতের ভালসাদ স্টেশন ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পরেই শ্রী গঙ্গানগর হামসফার এক্সপ্রেসে আগুন। জানা যায়, ট্রেনের জেনারেটর কোচ এবং একটি সংলগ্ন যাত্রীবাহী কোচে আগুন লেগে যায়। রেল আধিকারিকরা জানিয়েছেন, খবর পাওয়া মাত্রই ট্রেনটি থামিয়ে দেওয়া হয়। নামিয়ে নেওয়া হয় সমস্ত যাত্রীকে। এই ঘটনায় কেউ আহত হয়নি বলে জানিয়েছেন তাঁরা।

রেলের এক আধিকারিক জানান, “তিরুচিরাপল্লি থেকে শ্রী গঙ্গানগর হামসফর এক্সপ্রেসটি সুরাতের দিকে ভালসাদ স্টেশন ছেড়ে যাচ্ছিল। কিছুক্ষণ পরেই দুপুর ২টো নাগাদ আগুন লাগে”। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিটের কারণে পাওয়ার কোচে আগুনের সূত্রপাত হয় এবং পরে তা পার্শ্ববর্তী বি-১ কোচে ছড়িয়ে পড়ে।

তবে এ ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গেই ট্রেনটি দাঁড় করিয়ে দেওয়া হয়। বি-১ কামরার যাত্রীরা লাফিয়ে রেললাইনের ধারে ঝাঁপ দেন। পরে যাত্রীদের সুরক্ষিতভাবে ট্রেন থেকে নামিয়ে আনা হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো যাত্রী আহত হননি বলেই জানা গিয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.