কলকাতা: বুধবার সাত সকালেই অগ্নিকাণ্ড শহরে। মহম্মদ আলি পার্কের সামনে একটি তেলের ট্যাঙ্কার উলটে যায়। সঙ্গে সঙ্গে সেটিতে থাকা তেলে আগুন লেগে যায়। গাড়ির ভিতরেই পুরো ঝলসে যান চালক। রাস্তার ধারে থাকা একটি বাড়িতেও আগুন ক্রমশ ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ইঞ্জিন।
জানা গিয়েছে, প্রাথমিক ভাবে ঘটনাস্থলে দমকলের দু’টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করে। পরে ঘটনাস্থলে আরও আটটি ইঞ্জিন এসে পৌঁছয়। মোট ১০টি ইঞ্জিন মিলে এক সঙ্গে আগুন নেভানোর কাজ চালিয়ে যায়। কোনও কিছুতেই কাজ না হওয়ায় অবশেষে ফোম দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু হয়। সকাল সাতটা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন দমকলকর্মীরা।
ঘটনায় প্রকাশ, একটি গাড়ির সঙ্গে প্রথমে ধাক্কা লাগে তেলের ট্যাঙ্কারটির। তখনই উল্টে যায় সেটি। এরপরই দাউদাউ করে জ্বলে ওঠে গাড়িটি। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে উল্টো দিকের একটি বাড়ি ও দোকানের সামনের অংশ পুড়ে যায়।
এই দুর্ঘটনার জেরে বিপর্যস্ত হয়ে পড়ে যান চলাচল। এই অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকার বাসিন্দারা আতঙ্কিত। পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনায় গাড়ির চালকের মৃত্যু হয়েছে। দেহটিকে ময়নাতদন্তের জন্য নিযে যাওয়া হয়েছে।