প্রথম পাতা খবর রাজভবনের কাছে শরাফ হাউসে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে রাজ্যপাল

রাজভবনের কাছে শরাফ হাউসে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে রাজ্যপাল

240 views
A+A-
Reset

কলকাতা: বুধবার রাজভবনের কাছে শরাফ হাউসে আগুন। বহুতলে আগুন লেগে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। দাউ দাউ করে জ্বলছে ওই বহুতলের অনেকটা এলাকা। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকল। এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

এদিন সকাল ১০টা নাগাদ ডালহৌসির শরাফ হাউসের তিনতলার উপরের ছাদের একটি বিরাট অংশে আগুন লাগে। আগুনের টুকরো ছিটকে নিচেও পড়তে শুরু করে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। শেষ খবর পাওয়া পর্যন্ত দমকলের দশটি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ করছে।

জানা গিয়েছে, ইতিমধ্যেই ছাদের বেশ কিছুটা অংশ ভেঙে পড়েছে।  ফলে বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। যদিও বহুতল থেকে লোকজনকে নিরাপদে সরিয়ে আনা সম্ভব হয়েছে বলেই খবর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল।

প্রসঙ্গত, রাজভবনের কাছেই অবস্থিত এই বহুতল শরাফ হাউস। একেবারে উল্টো দিকে। একাধিক দফতর রয়েছে শরাফ হাউসে। রয়েছে সেন্ট্রাল ব্যাঙ্কের দফতর। অগ্নিকাণ্ডের কথা জানতে পেরে নিজেই রাজভবন থেকে বেরিয়ে আসেন রাজ্যপাল। রাস্তায় দাঁড়িয়ে নিজে পরিস্থিতি তদারকি করেন। তাঁর সঙ্গে রয়েছেন নিরাপত্তারক্ষীরা।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.