439
রবিবার ভোররাতে আচমকাই বাড়িতে আগুন লেগে মৃত্যু হল এক বছরের শিশু সন্তান-সহ দম্পতির। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হাওড়া জেলার উলুবেড়িয়ায়।
এ দিন ভোরে উলুবেড়িয়া পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের পারিজাত পদ্মপুকুর এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের সময় গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন ওই দম্পতি এবং তাঁদের একমাত্র সন্তান। ঘুমের মধ্যেই জীবন্ত দগ্ধ হন তাঁরা।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। আগুন নিয়ন্ত্রণে আসার পর বাড়ির ভিতরে ঢোকেন পুলিশ ও দমকল কর্মীরা। ঘরের ভিতর থেকে ইয়াসিন মল্লিক (৩৩), তাঁর স্ত্রী মইমা বেগম (২৫) এবং তাঁদের শিশুকন্যা হুমাইরা খাতুন (১)-এর দেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ এবং দমকলের প্রাথমিক অনুমান, এই অগ্নিকাণ্ডের ঘটনা শর্ট সার্কিট থেকেই ঘটেছে। পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।