প্রথম পাতা খবর রেড-রেড করে বাংলার ব্যবসাকে ধ্বংস করে দিতে চাইছে, আশঙ্কা ফিরহাদ হাকিমের

রেড-রেড করে বাংলার ব্যবসাকে ধ্বংস করে দিতে চাইছে, আশঙ্কা ফিরহাদ হাকিমের

347 views
A+A-
Reset

কলকাতা: গার্ডেনরিচে পরিবহণ ব্যবসায়ী আমির খানের বাড়ি থেকে শনিবার অন্তত ১১ কোটি টাকা উদ্ধার করেছে ইডি। দুপুরে পুরসভায় সাংবাদিক বৈঠকে এ বিষয়ে প্রশ্নের মুখে রাজ্যের মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, “বাংলার ব্যবসাকে ধ্বংস করতে আতঙ্ক তৈরি করার চেষ্টা হচ্ছে”।

যে এলাকায় তল্লাশি অভিযান এই টাকা উদ্ধার হয়েছে, সেই কলকাতা বন্দর আসলে মন্ত্রী ফিরহাদের বিধানসভার মধ্যেই পড়ে। এ সম্পর্কে তাঁকে জিজ্ঞাসা করা হলে তিনি পাল্টা প্রশ্ন ছোড়েন, তাঁর বিধানসভা এলাকায় টাকা উদ্ধার হয়েছে বলে তিনি জবাব দিতে যাবেন কেন?

পাশাপাশি তিনি বলেন, “ইডি রেড করে বাংলায় ব্যবসায়ীদের ভয় দেখানো হচ্ছে, বাংলার অর্থনীতিকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা হচ্ছে। এ ভাবে ইডি রেড, ইডি রেড করে বার্তা দিতে চাইছে বাংলায় ব্যবসা কোরো না, বাইরের রাজ্যে করো। যাতে বিনিয়োগকারীরা এ রাজ্যে বিনিয়োগ না করে বিজেপিশাসিত রাজ্যে বিনিয়োগ করতে বাধ্য হন। সিওর না হলেও আশঙ্কা এমনটাই”।

ইডির অভিযান প্রসঙ্গে তাঁর মন্তব্য, “কেউ অন্যায় করলে নিশ্চয়ই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বেআইনি সম্পত্তি থাকলে তা সিজ করা হবে। কিন্তু এই মুহূর্তে রেড রেড রেড রেড করে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক তৈরি করার চেষ্টা চলছে”।

দেশ থেকে পালিয়ে যাওয়া শিল্পপতি নীরব মোদীর কথাও তোলেন তিনি। বলেন, “দেশ থেকে নীরব মোদী হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে পালিয়ে গিয়েছেন। তার পরে কি দেশের প্রধানমন্ত্রী কোন জবাব দিয়েছিলেন? এ ক্ষেত্রে কেন আমাদের জবাবদিহি করতে হবে? কেবল মাত্র বাছাই করে অবিজেপি রাজ্যগুলিকে টার্গেট করা হচ্ছে। সেখানে ইডি, সিবিআই ও ইনকাম ট্যাক্স দিয়ে রেড করিয়ে মুখ বন্ধ করার চেষ্টা হচ্ছে, যাতে আমরা বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ না করি”।

আরও পড়ুন: গার্ডেনরিচে ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার ৭ কোটি! টাকার উৎস কী

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.