332
নয়াদিল্লি: এই প্রথম ভারতের বাইরে তৈরি হবে আইআইটি ক্যাম্পাস। বৃহস্পতিবার এই বড় ঘোষণা করেছে বিদেশমন্ত্রক।
জানানো হয়েছে, আইআইটি মাদ্রাজ কর্তৃপক্ষ ক্যাম্পাস খুলতে চলেছেন পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ার জাঞ্জিবারে। এ ব্যাপারে আইআইটি মাদ্রাজ ইতিমধ্যেই একটি মউ চুক্তি স্বাক্ষর করেছে।
বুধবার বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাঞ্জিবারের প্রেসিডেন্ট হুসেন আলি মিনউইরের উপস্থিতিতে মউ চুক্তিটি স্বাক্ষরিত হয়।
বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, “ভারতের বাইরে এই প্রথম জাঞ্জিবারে আইআইটি ক্যাম্পাস তৈরি হবে”। এ ব্যাপারে ভারতের শিক্ষামন্ত্রক, আইআইটি মাদ্রাজ এবং জাঞ্জিবারের শিক্ষা ও কারিগরি মন্ত্রকের মধ্যে চুক্তি সাক্ষরিত হয়েছে।