দার্জিলিং: মরশুমের প্রথম তুষারপাতের সাক্ষী হল সান্দাকফু। বৃহস্পতিবার বিকেল থেকেই বরফ পড়তে শুরু করে এই পাহাড়ি এলাকায়। কিছুক্ষণের মধ্যেই সাদা চাদরে ঢেকে যায় সান্দাকফু। শীতের আগমন চিহ্নিত করে পাহাড়ের প্রকৃতি যেন এক বিশেষ সাজে সেজে উঠেছে।
সাধারণত ডিসেম্বরের আগে দার্জিলিঙে তুষারপাত হয় না। এই সময়ে যাঁরা পাহাড়ে ঘুরতে আসেন, তাঁরা বরফ দেখার আশা খুব একটা করেন না। কিন্তু মরশুমের প্রথম বরফ পর্যটকদের কাছে এক অপ্রত্যাশিত উপহার হয়ে এসেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে সান্দাকফুর বরফে মোড়া সৌন্দর্যের ছবি।
তুষারপাতের কারণে সান্দাকফুর তাপমাত্রা আরও নামতে শুরু করেছে। সিকিমের বিভিন্ন অঞ্চলেও বরফ পড়ছে বলে জানা গিয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, তাপমাত্রা ক্রমশ নিম্নমুখী হবে এবং পরবর্তী কয়েক দিনে শীত আরও বাড়বে।
যদিও দার্জিলিঙের অন্যত্র এখনও তুষারপাত হয়নি, কিন্তু সান্দাকফুর এই তুষার আগমনী পাহাড়ি এলাকাজুড়ে শীতের আমেজকে বাড়িয়ে দিয়েছে। গত সপ্তাহ থেকেই দার্জিলিঙে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গিয়েছিল। বরফ পড়ার পরে পরিস্থিতি আরও ঠান্ডা হয়ে উঠেছে।
পর্যটনের জন্য সান্দাকফুর তুষারপাত বরাবরই একটি বিশেষ আকর্ষণ। মরশুমের শুরুতেই বরফের দেখা পাওয়ায় পর্যটক এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসাহ চরমে পৌঁছেছে।