আজ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টি, ভারী বর্ষণের সম্ভাবনা কিছু জায়গায়

কলকাতা: সোমবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। হাওয়া অফিস জানিয়েছে, আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত এ রকমই বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়া দফতরের মতে, এ দিন বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। তবে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের কয়েকটি অংশে ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে।

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে একটি নিম্নচাপ। তার জেরে উত্তর বঙ্গোপসাগরের উপর ঝোড়ো হাওয়া বইবে বলে জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে। আজও মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে হাওয়া অফিস। তবে পশ্চিমবঙ্গে নিম্নচাপের তেমন বড়সড় প্রভাব পড়বে না বলেই ধারণা করা হচ্ছে।

এ দিনও কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হবে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, সোমবার পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায় বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের বাকি জেলা যেমন,উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন