প্রথম পাতা খবর উত্তর সিকিমে ফের বন্যা পরিস্থিতি, লাল সতর্কতা জারি সরকারের

উত্তর সিকিমে ফের বন্যা পরিস্থিতি, লাল সতর্কতা জারি সরকারের

230 views
A+A-
Reset

উত্তর সিকিমে ফের ভয়াবহ বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। শুক্রবার রাতভর ভারী বর্ষণের জেরে প্লাবিত হয়েছে তিস্তা নদী, ধস নেমেছে একাধিক এলাকায়। পরিস্থিতি এতটাই বিপজ্জনক হয়ে উঠেছে যে, সিকিম সরকার উত্তর সিকিমের জন্য লাল সতর্কতা জারি করেছে এবং বাসিন্দাদের জন্য জারি হয়েছে বিশেষ নির্দেশিকা।

ধসের ফলে টুং চেকপোস্ট সহ একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নামচি জেলার লেগশিপ ও কিউজিংয়ের মাঝে ধসের কারণে একটি তেলবোঝাই ট্রাক দুর্ঘটনার কবলে পড়ে। ফিদাং গ্রাম কার্যত জলমগ্ন। ক্রমশ বাড়ছে তিস্তার জলস্তর, বিশেষ করে নিম্নভাগে।

মঙ্গন জেলায় সব দফতরকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে সরকার। ডিকচু, সিংথামসহ তিস্তা-সংলগ্ন এলাকায় ক্ষয়ক্ষতির আশঙ্কা প্রবল। সেই সব এলাকায় হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে এবং বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

এদিকে তিস্তার রুদ্রমূর্তির কারণে ব্যাহত হচ্ছে চলতি উদ্ধারকাজ। গত বৃহস্পতিবার উত্তর সিকিমের চুংথাং থেকে মুন্সিথাং যাওয়ার পথে পর্যটকবোঝাই একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে প্রায় ১০০০ ফুট নিচে তিস্তা নদীতে পড়ে যায়। গাড়িতে থাকা ১১ জনের মধ্যে এখনও পর্যন্ত এক জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। আহত দু’জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের খোঁজে চলছে তল্লাশি।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.