প্রথম পাতা খবর ডিভিসি-র জল ছাড়ায় বন্যার আশঙ্কা, সতর্কতা রাজ্যের

ডিভিসি-র জল ছাড়ায় বন্যার আশঙ্কা, সতর্কতা রাজ্যের

127 views
A+A-
Reset

গত কয়েক দিনের টানা বৃষ্টির জেরে ফের জল ছাড়তে শুরু করেছে ডিভিসি। মঙ্গলবার থেকে পাঞ্চেত ও মাইথন জলাধার থেকে ছাড়া হচ্ছে কয়েক হাজার কিউসেক জল। পাঞ্চেত থেকে প্রায় ৩৫ হাজার কিউসেক এবং মাইথন থেকে প্রায় ১৩ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে বলে জানিয়েছে সংস্থা।

ডিভিসি-র দাবি, ঝাড়খণ্ডে লাগাতার বৃষ্টির ফলে জলাধার দু’টিতে জলস্ফীতি বেড়ে গিয়েছে। সেই অতিরিক্ত জল নিয়ন্ত্রণে আনতেই জল ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে ফের প্লাবনের আশঙ্কায় রয়েছে পশ্চিমবঙ্গের দামোদর তীরবর্তী একাধিক এলাকা।

রাজ্যের সেচ দফতর জানিয়েছে, হুগলির খানাকুল, আরামবাগ এবং হাওড়ার আমতা ও উদয়নারায়ণপুরের মতো নিচু এলাকাগুলি প্লাবিত হতে পারে। বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। নদীর জলস্তর নজরে রাখা হচ্ছে বলেও প্রশাসনের তরফে জানানো হয়েছে।

জমা জল ও নদী ফুলে ওঠার ফলে বন্যা পরিস্থিতি কতটা গুরুতর আকার নেবে, তা নির্ভর করছে পরবর্তী কয়েক দিনের আবহাওয়ার উপর। পরিস্থিতির দিকে কড়া নজর রেখেছে প্রশাসন।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.