জাল টিকা-কাণ্ডের জের, জেলাশাসকদের কড়া নির্দেশিকা মুখ্যসচিবের

ডেস্ক: কসবা ভুয়ো টিকা মূল পাণ্ডা ভুয়ো IAS দেবাঞ্জনের গ্রেফতারির পর নড়েচড়ে বসেছে রাজ্যও সরকার।  টিকাকরণ নিয়ে এ বার জেলাশাসকদের কড়া নির্দেশ দিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। নতুন নির্দেশিকায় রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সমস্ত ভ্যাকসিন ক্যাম্পের সরকারি অনুমোদন বাধ্যতামূলক। পাশাপাশি ভ্যাকসিন নিতে গেলে কো-উইন অ্যাপে রেজিস্ট্রেশন করানো বাধ্যতামূলক করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে।

আরও পড়ুন: নীরব মোদীর সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি কেলেঙ্কারি নয়? ফিরহাদ

জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে সব মিউনিসিপ্যালিটি গুলিকে সতর্ক করার জন্য এবং সরকার হোক বা বেসরকারি উদ্যোগে হোক, সকলেই নির্দিষ্ট প্রটোকল মানতে হবে। স্বাস্থ্যসচিব এই মর্মে একটি বিস্তারিত অ্যাডভাইজারি জারি করবেন শীঘ্রই। নবান্ন সূত্রে খবর, মুখ্য সচিব কিছুক্ষণ আগে ভার্চুয়াল বৈঠকে জেলাশাসকদের কড়া হাতে বিষয়টিতে নজরদারই চালানর বার্তা দিয়েছেন।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন