প্রথম পাতা খবর প্রায় এক মাসের লড়াই শেষে চির বিদায় নিলেন বাংলার বিখ্যাত ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত

প্রায় এক মাসের লড়াই শেষে চির বিদায় নিলেন বাংলার বিখ্যাত ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত

288 views
A+A-
Reset

ফের এক নক্ষত্র এর পতন। এবার নক্ষত্র পতন হল বাংলার ক্রীড়াজগতে। বাংলা তথা দেশের ফুটবল ইতিহাসের অন্যতম প্রধান ব্যাক্তিত্ব প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত চির বিদায় নিলেন বৃহস্পতির দুপুরে।

অনেক চেষ্টার পরেও বিফলে গেল ২৫ দিনের লড়াই। শেষ পর্যন্ত চলেই গেলেন প্রখ্যাত এই ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত। উল্লেখ্য মাত্র কিছুদিন আগেই বাংলার ফুটবল ময়দান হারিয়েছে আরেক বিখ্যাত ফুটবলারকে। সেই কিংবদন্তি ফুটবলার এবং বিখ্যাত কোচ সুভাষ ভৌমিকের প্রয়াণের মাত্রই সাড়ে তিন সপ্তাহের মধ্যেই ইহলোক ছেড়ে পরলোক এর পথে গমন করলেন সত্তরের দশকের এই অত্যন্ত জনপ্রিয় ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। বৃহস্পতিবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশের প্রাক্তন এই ফুটবলার। তাঁর কোভিড পজিটিভ রিপোর্ট আসে। এছাড়াও মাল্টিঅর্গান ফেলিওর হওয়ার কারণেই তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে।

গত কয়েকদিন ধরেই তাঁর শারীরিক অবস্থার দ্রুত পরিবর্তন ঘটছিল। প্রায় তিন সপ্তাহ লড়াই এর পর অবশেষে করোনার কাছে পরাজিত হলেন প্রখ্যাত এই ফুটবলার। বৃহস্পতিবার দুপুরে পৃথিবী ছেড়ে অমৃতলোকে পাড়ি দিলেন তিনি। এদিন সন্ধে সাতটা থেকে আটটা গলফগ্রিনের উদয় সদনে রাখা থাকবে তাঁর মরদেহ বলে জানানো হয়েছে। তাঁর প্রয়াণে ময়দানের শোকের ছায়া দেখা দিয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.