প্রথম পাতা খবর প্রয়াত কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী উমেন চাণ্ডি

প্রয়াত কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী উমেন চাণ্ডি

299 views
A+A-
Reset

মঙ্গলবার কাকভোরে প্রয়াত হলেন কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা উমেন চাণ্ডি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।

জানা গিয়েছে, ক্যানসারে ভুগছিলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা। দীর্ঘদিন ধরেই শারীরিক ভাবে অশক্ত হয়ে পড়েছিলেন তিনি। সাম্প্রতিক অতীতে চিকিৎসার জন্য বেঙ্গালুরুতেই থাকতে হচ্ছিল তাঁকে। এ দিন ভোর ৪টে ২৫ মিনিট নাগাদ বেঙ্গালুরুর হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

১৯৪৩ সালে কেরলের কোট্টায়াম জেলায় জন্ম উমেন চাণ্ডির। টানা ১১ বার বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন। কেরলের ইতিহাসে সবচেয়ে বেশি সময়ের জন্য বিধানসভার সদস্য থাকার নজির তাঁরই নামে। প্রথম বার বিধায়ক হন ২৭ বছর বয়সে।

দু’দফায় মোট সাত বছর কেরলের মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছিলেন উমেন। প্রথম দফায় ২০০৪ থেকে ২০০৬ এবং পরে ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত। এ ছাড়াও শ্রম দফতর, স্বরাষ্ট্র, অর্থ দফতরের মন্ত্রী হিসাবেও দায়িত্ব পালন করেছেন তিনি। এমনকী কেরল বিধানসভায় বিরোধী দলনেতার দায়িত্বও পালন করেছিলেন উমেন।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.