প্রথম পাতা খবর প্রয়াত প্রাক্তন মন্ত্রী রেজ্জাক মোল্লা, শোকস্তব্ধ রাজনৈতিক মহল

প্রয়াত প্রাক্তন মন্ত্রী রেজ্জাক মোল্লা, শোকস্তব্ধ রাজনৈতিক মহল

229 views
A+A-
Reset

প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রেজ্জাক মোল্লা। বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন দীর্ঘদিন। শুক্রবার সকালে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের বাঁকড়ি গ্রামে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৮১ বছর।

সাধারণের কাছে ‘চাষার ব্যাটা’ নামে পরিচিত রেজ্জাক মোল্লার মৃত্যুতে শোকের ছায়া রাজনৈতিক মহলে। বাম আন্দোলনের সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন তিনি। শিক্ষিত কৃষক পরিবার থেকে উঠে আসা এই নেতা গ্রামীণ উন্নয়ন ও কৃষি আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

তবে দলবিরোধী কার্যকলাপের জন্য ২০১৪ সালের সিপিআই(এম) পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি তাঁকে বহিষ্কার করে। ২০১৪ সালেই ভারতীয় ন্যায়বিচার পার্টি আন্মে নতুন দল তৈরি করেন। ২০১৬ সালে যোগ দেন তৃণমূল কংগ্রেসে। ২০১৬-তেই ভাঙড় থেকে প্রার্থী হন তিনি। নির্বাচন জেতেনও।

এরপর বয়সজনিত কারণে ২০২১ নির্বাচনে রেজ্জাক মোল্লাকে আর প্রার্থী করেনি তৃণমূল কংগ্রেস। বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরেই সক্রিয় রাজনীতি থেকে দূরে ছিলেন।

প্রসঙ্গত, ১৯৭৭ থেকে ২০১১ সাল পর্যন্ত ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক হয়েছিলেন তিনি। বামফ্রন্ট জমানায় রাজ্যের ভূমি ও ভূমি সংস্কার মন্ত্রি ছিলেন তিনি।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.