প্রথম পাতা খবর আজ নিগমবোধ ঘাটে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শেষকৃত্য

আজ নিগমবোধ ঘাটে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শেষকৃত্য

255 views
A+A-
Reset

নয়াদিল্লি: আজ, শনিবার সকাল ১১টা ৪৫ মিনিটে দিল্লির নিগমবোধ ঘাটে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শেষকৃত্য সম্পন্ন হবে। বৃহস্পতিবার রাতে দিল্লির এইমস হাসপাতালে প্রয়াত হন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর।

দেশের অর্থনৈতিক সংস্কারের স্থপতি মনমোহন সিংয়ের প্রয়াণে গভীর শোক নেমে এসেছে রাজনৈতিক মহলে। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জেপি নড্ডা-সহ অন্যান্য শীর্ষ নেতারা দিল্লির বাসভবনে গিয়ে তাঁকে শ্রদ্ধা জানান। কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী ও রাহুল গান্ধীও তাঁর বাসভবনে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

আজ সকালে তাঁর মরদেহ প্রথমে কংগ্রেসের সদর দফতরে নিয়ে যাওয়া হবে, যেখানে কংগ্রেস নেতৃত্ব তাঁকে অন্তিম শ্রদ্ধা জানাবেন। এরপর নিগমবোধ ঘাটে সম্পন্ন হবে শেষকৃত্য।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.