প্রথম পাতা খবর দুই প্রাক্তন প্রধানমন্ত্রীকে ভারতরত্ন দেওয়ার ঘোষণা মোদীর, পাচ্ছেন এক বিজ্ঞানীও

দুই প্রাক্তন প্রধানমন্ত্রীকে ভারতরত্ন দেওয়ার ঘোষণা মোদীর, পাচ্ছেন এক বিজ্ঞানীও

709 views
A+A-
Reset

নয়াদিল্লি: দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘ভারতরত্ন’ পাচ্ছেন আরও তিনজন। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী পিভি নরসিংহ রাও এবং চৌধুরী চরণ সিংহ, সবুজ বিপ্লবের জনক ড. এমএস স্বামীনাথনকে ‘ভারতরত্ন’ সম্মান দেওয়া হচ্ছে। শুক্রবার নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে এই কথা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

১৯৯১ সাল থেকে ১৯৯৬ সাল অবধি দেশের প্রধানমন্ত্রী ছিলেন পিভি নরসিংহ রাও। এ দিন সোশ্যাল প্ল্যাটফর্মে প্রধানমন্ত্রী মোদী লেখেন, ‘আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী পিভি নরসিংহ রাও গারুকে ভারতরত্ন দিয়ে সম্মানিত করা হবে, তা জানাতে পেরে আমি আনন্দিত। তিনি একজন বিশিষ্ট পণ্ডিত এবং রাষ্ট্রনায়ক। নরসিংহ রাও ভারতকে ব্যাপকভাবে সেবা করেছেন। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী এবং বহু বছরের সংসদ হিসেবে ও বিধানসভার সদস্য হিসাবে তিনি যে কাজ করেছেন তার জন্য তিনি স্মরণীয়। তাঁর দূরদর্শী নেতৃত্ব ভারতকে অর্থনৈতিকভাবে উন্নত করতে, দেশের সমৃদ্ধি ও উন্নয়নের জন্য একটি দৃঢ় ভিত্তি স্থাপনে সহায়ক হয়েছে।’

ভারতরত্ন সম্মান পাচ্ছেন আরও এক প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরি চরণ সিংও। দেশের পঞ্চম প্রধানমন্ত্রী ছিলেন তিনি। তাঁর সম্পর্কে মোদী লেখেন, ‘এটা আমাদের সরকারের সৌভাগ্য যে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরি চরণ সিং-কে ভারতরত্ন সম্মানে সম্মানিত করতে পারছে। উনি নিজের গোটা জীবন কৃষকদের অধিকার ও উন্নতির লক্ষ্যে জীবন উৎসর্গ করেছিলেন। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীই হোক বা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বা বিধায়ক হিসাবে তিনি দেশ গড়তে বরাবরই অবদান রেখেছেন।’

ভারতরত্ন সম্মান পাচ্ছেন কৃষিবিজ্ঞানী ড. এমএস স্বামীনাথনও । গত বছর সেপ্টেম্বরে মৃত্যু হয়েছে দক্ষিণভারতীয় কৃষি বিজ্ঞানী তথা একদা রাজ্যসভার সাংসদ স্বামীনাথনের। ভারতের সবুজ বিপ্লবের অন্যতম রূপকার বলা হয় তাঁকে।

প্রসঙ্গত, কিছুদিন আগেই প্রবীণ বিজেপি নেতা এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এলকে আডবাণীকে ভারতরত্ন দেওয়ার কথা ঘোষণা করেন মোদী।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.