ডেস্ক: প্রয়াত রাজ্যসভার প্রাক্তন বিজেপি (BJP) সাংসদ তথা সাংবাদিক চন্দন মিত্র। তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। দীর্ঘদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। বুধবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এদিন ট্যুইটারে প্রথম জানান তাঁর বাল্যবন্ধু স্বপন দাশগুপ্ত। তিনি লেখেন, “আমি আমার প্রিয়তম বন্ধু, পাওনিয়ার পত্রিকার সম্পাদক এবং প্রাক্তন সাংসদ চন্দন মিত্র-কে হারালাম।”
তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে প্রধানমন্ত্রী লেখেন, “প্রজ্ঞা ও জ্ঞানের জন্য চন্দন মিত্রকে (Chandan Mitra) মনে থাকবে। সাংবাদিকতা এবং রাজনীতি, দু’ক্ষেত্রেই তিনি সম্মান অর্জন করেছিলেন। তাঁর মৃত্যুতে গভীর ভাবে শোকাহত। পরিবার ও অনুরাগীদের সমবেদনা জানাই। ও শান্তি।”
কলকাতায় স্টেটসম্যান হাউজের সাংবাদিক হিসেবে যাত্রা শুরু করেছিলেন চন্দন মিত্র। কিছুদিনের জন্য হংসরাজ কলেজে অধ্যাপনাও করেছিলেন তিনি। টাইমস অফ ইন্ডিয়া, দ্য সানডে অবজারভারের মত সংবাদমাধ্যমে গুরুদায়িত্ব সামলেছেন তিনি।