বৃহস্পতিবার প্রয়াত হলেন হাওড়ার শিবপুরের প্রাক্তন বিধায়ক জটু লাহিড়ি। বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।
গত বছর অক্টোবর মাসেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অনেকদিন ধরেই আইসিইউ-তে ছিলেন তিনি। এরপর বছরের শুরু থেকেই তাঁর শারীরিক সমস্যাগুলির চিকিৎসা চলছিল বাড়িতেই। কিছুদিন আগেই হাসপাতাল থেকে ছাড়া পেয়ে ঘরে ফিরেছিলেন। জানা গিয়েছে, আজ সকালে শিবপুরের অম্বিকা কুণ্ডু বাই লেনে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
কংগ্রেস থেকে রাজনীতি শুরু জটুর। পরে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল তৈরি করার পর তিনি ঘাসফুল শিবিরে যোগ দেন। ১৯৯১ সাল থেকে ২০১৬ পর্যন্ত শিবপুর বিধানসভা থেকে পাঁচ বার বিধায়ক নির্বাচিত হন। মাঝে ২০০৬ সালে ভোটে হেরে যান।
গত বিধানসভা নির্বাচনের টিকিট না পেয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন তিনি। তবে গেরুয়া শিবিবেও তিনি টিকিট পাননি তবে রাজ্য কমিটিতে জায়গা পান। যদিও শেষপর্যন্ত রাজনীতি থেকে সরে যান।