প্রথম পাতা খবর বিরোধীদের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী মার্গারেট আলভা

বিরোধীদের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী মার্গারেট আলভা

280 views
A+A-
Reset

উপ-রাষ্ট্রপতি নির্বাচনের পদপ্রার্থী হিসেবে মার্গারেট আলভার নাম ঘোষণা করল বিরোধীরা। তিনি গোয়া, রাজস্থানের রাজ্যপালও ছিলেন। এনসিপি প্রধান শরদ  পওয়ার রবিবার এই ঘোষণা করেছেন। উপরাষ্ট্রপতি পদে প্রার্থীর নাম ঠিক করতে বৈঠকে বসেছিলেন ১৭টি বিরোধী দল। রবিবারের সেই বৈঠকে উপস্থিত ছিল না তৃণমূল এবং আম আদমি পার্টি।

রবিবার এনসিপি সুপ্রিমো শরদ পওয়ারের বাড়িতে বিরোধী দলগুলির বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে মার্গারেট আলভার (Margaret Alva) নাম ঘোষণা করেন পওয়ার নিজেই। আলভা মূলত কংগ্রেস নেত্রী হিসেবে পরিচিত। তিনি উত্তরাখণ্ড, রাজস্থান ও গুজরাটের রাজ্যপাল ছাড়াও ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী।  এছাড়া ৫ বারের সাংসদও ছিলেন।

শনিবারই উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল জগদীপ ধনখড়ের নাম ঘোষণা করেছেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডা। ধনখড় এনডিএ-র উপরাষ্ট্রপতি প্রার্থী। নিঃসন্দেহে এ এক বড় চমক। আর রবিবার বিরোধী শিবির বৈঠক করে ধনকড়ের প্রতিপক্ষ হিসেবে ঘোষণা করল মার্গারেট আলভার নাম। ফলে আগামী ৬ আগস্ট উপরাষ্ট্রপতি নির্বাচনে লড়াই হবে জগদীপ ধনকড় ও মার্গারেট আলভার।

আরও পড়ুন: বাদল অধিবেশনের আগে সর্বদলীয় বৈঠকে এলেনই না প্রধানমন্ত্রী

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.