প্রথম পাতা খবর বিধানসভা থেকে এক মাসের জন্য সাসপেন্ড শুভেন্দু অধিকারী-সহ চার বিজেপি বিধায়ক

বিধানসভা থেকে এক মাসের জন্য সাসপেন্ড শুভেন্দু অধিকারী-সহ চার বিজেপি বিধায়ক

310 views
A+A-
Reset

বিধানসভার অধিবেশন থেকে ৩০ দিনের জন্য সাসপেন্ড করা হল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ আরও তিন বিজেপি বিধায়ককে। সাসপেন্ড হওয়া বিধায়কদের মধ্যে রয়েছেন অগ্নিমিত্রা পাল, বঙ্কিম ঘোষ ও বিশ্বনাথ কারক। এই নিয়ে গত সাড়ে তিন বছরে চতুর্থবার সাসপেন্ড হলেন শুভেন্দু।

সরস্বতী পুজো সংক্রান্ত পরিস্থিতি নিয়ে সোমবার বিধানসভায় মুলতুবি প্রস্তাব জমা দেয় বিজেপি। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় প্রস্তাবটি পড়ার অনুমতি দিলেও এ নিয়ে আলোচনা করতে রাজি হননি। এর পরই বিজেপি বিধায়করা বিক্ষোভ দেখান। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তাঁরা স্লোগান দিতে থাকেন ও স্পিকারের আসনের সামনে গিয়ে কাগজ ছিঁড়ে ছুড়ে দেন। পরে বিজেপি বিধায়করা অধিবেশন থেকে ওয়াকআউট করেন।

এই ঘটনার নিন্দা করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ শুভেন্দুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এরপরই চার বিজেপি বিধায়ককে ৩০ দিনের জন্য সাসপেন্ডের সিদ্ধান্ত হয়।

সাসপেনশনের সিদ্ধান্তের পরে শুভেন্দু অধিকারী বলেন, “হিন্দুদের হয়ে কথা বলার জন্য আমাকে এক মাসের জন্য বাইরে রাখা হয়েছে, এতে আমি গর্বিত।” তাঁর অভিযোগ, এই সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর পরিকল্পিত, কারণ মঙ্গলবার বিধানসভায় রাজ্যপালের ভাষণের ওপর বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় যাতে তিনি ও বিজেপি বিধায়করা অংশ নিতে না পারেন, তাই তাঁদের সাসপেন্ড করা হয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.