প্রথম পাতা খবর অমরনাথ রওনা তীর্থযাত্রীদের নতুন দলের, প্রশংসা সেনাবাহিনীর

অমরনাথ রওনা তীর্থযাত্রীদের নতুন দলের, প্রশংসা সেনাবাহিনীর

513 views
A+A-
Reset

অমরনাথ যাত্রার জন্য রওনা দিয়েছে তীর্থযাত্রীদের নতুন একটি দল। এর জন্য সবার মুখেই প্রশংসা সেনাবাহিনীর প্রচেষ্টার।

শনিবার সকালে শ্রীনগরের পান্থ চক বেস ক্যাম্প থেকে তীর্থযাত্রীদের একটি নতুন দল অমরনাথ মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়। পবিত্র মন্দিরে পৌঁছানোর জন্য বালতাল এবং পহেলগাম রুট ধরবে নতুন দলটি।

ঝাড়খণ্ডের এক তীর্থযাত্রী সংবাদ সংস্থা এএনআই-এর কাছে বলেন, “সেনাবাহিনীর জওয়ানরা এখানে তীর্থযাত্রীদের যে ভাবে সাহায্য করছে তা দেখে আমরা গর্ববোধ করি। তাঁদের সেবার জন্য আমরা স্যালুট জানাই। যাত্রার জন্য যে ব্যবস্থা করা হয়েছে তা খুবই ভালো এবং আমি সবাইকে অমরনাথ যাত্রায় যাওয়ার জন্য অনুরোধ করব।”

এর আগে, জম্মু জোনের এডিজি এবং জম্মু বিভাগীয় কমিশনার স্বাধীনতা দিবস উদযাপন এবং বুঢ়া অমরনাথ যাত্রার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন। ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের পর ১৭ আগস্ট বুঢ়া অমরনাথ যাত্রা শুরু।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.