প্রথম পাতা খবর চারধাম যাত্রা ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই বদ্রীনাথের সড়কপথে নতুন ফাটল

চারধাম যাত্রা ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই বদ্রীনাথের সড়কপথে নতুন ফাটল

310 views
A+A-
Reset

জোশীমঠ: উত্তরাখণ্ড সরকার শনিবার চারধাম যাত্রা শুরুর সময় ঘোষণা করার পরপরই জোশীমঠের কাছে বদ্রীনাথ জাতীয় সড়কে ফাটল দেখা গিয়েছে।

জানা গিয়েছে, বদ্রীনাথ জাতীয় সড়কে জেপি থেকে মারওয়াড়ি পর্যন্ত বিস্তৃত রাস্তায় চওড়া ফাটল ধরেছে। প্রায় ১০ টি বড়ো ফাটল দেখা গিয়েছে। ওই পথ দিয়েই কেদারনাথ যাত্রার শুরু। ফলে নতুন করে আতঙ্কের সৃষ্টি হয়েছে কেদারনাথের পুণ্যার্থীদের মধ্যে।

জোশীমঠ বাঁচাও সংগ্রাম সমিতির (জেবিএসএস) নেতা সঞ্জয় ইউনিয়াল সংবাদ মাধ্যমের কাছে বলেছে, “জোশীমঠের কাছে বদ্রীনাথ হাইওয়েতে অন্তত ১০টি জায়গায় নতুন ফাটল দেখা দিয়েছে। রাজ্য সরকার যাই দাবি করুক, পুরনো ফাটলগুলি যেমন প্রশস্ত হচ্ছে, তেমনই নতুন ফাটলও দেখা যাচ্ছে।”

তবে, স্থানীয় প্রশাসন জানিয়েছে যে তারা ফাটলগুলি পরীক্ষা করছে এবং এটা উদ্বেগের কারণ নয়। চামোলির জেলাশাসক হিমাংশু খুরানা জানিয়েছেন, ওই রাস্তা থেকে ধসে পড়া চাঙর সারানোর জন্য বর্ডার রোড অর্গানাইজেশনকে খবর দেওয়া হয়েছে। খুব দ্রুততার সঙ্গেই রাস্তা সারাই হয়ে যাবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.