প্রথম পাতা খবর বাংলাদেশে নতুন করে বিক্ষোভ, প্রধান বিচারপতির পদত্যাগের দাবি ছাত্রদের

বাংলাদেশে নতুন করে বিক্ষোভ, প্রধান বিচারপতির পদত্যাগের দাবি ছাত্রদের

354 views
A+A-
Reset

ঢাকা: বাংলাদেশে বিক্ষোভের জেরে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হয়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। এ বার সুপ্রিম কোর্টকে টার্গেট করেছেন প্রতিবাদী পড়ুয়ারা। তাঁরা প্রধান বিচারপতি-সহ সব বিচারপতির পদত্যাগ দাবি করে বিক্ষোভ শুরু করেছেন।

প্রধান বিচারপতির অবিলম্বে পদত্যাগের দাবিতে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ঘেরাও করেছেন কয়েকশো আন্দোলনকারী। যার মধ্যে বেশিরভাগই ছাত্র। পরিস্থিতি দ্রুত বদলাতে থাকে, একটি প্রতিবেদনে বলা হয়েছে যে আদালত চত্বর থেকে পালিয়ে গেছেন প্রধান বিচারপতি।

নবগঠিত অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনা ছাড়াই প্রধান বিচারপতির ডাকা ফুলকোর্ট বৈঠকের মাধ্যমে বিক্ষোভের সূত্রপাত হয়। বিক্ষোভকারী ছাত্ররা অভিযোগ করেছেন যে আদালতের বিচারকরা একটি ষড়যন্ত্রের অংশ, ক্ষোভ উস্কে দিচ্ছেন এবং জবাবদিহির দাবি করছেন।

উত্তেজনা বাড়তে থাকায়, নির্ধারিত ফুল-কোর্ট বৈঠক হঠাৎ স্থগিত করা হয়। বিক্ষোভকারীরা শান্তি বজায় রেখেই, সুপ্রিম কোর্ট ঘেরাও করতে থাকেন। প্রধান বিচারপতিকে পদত্যাগের জন্য এক ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়।

সরকারি নিয়োগের নিয়মের বিরুদ্ধে ছাত্র-নেতৃত্বাধীন বিদ্রোহের জেরে পতন হয়েছে হাসিনা সরকারের। এখন নোবেল শান্তি পুরস্কার মহম্মদ ইউনূস তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব নেওয়ার কয়েকদিন পরই এই নতুন বিক্ষোভ শুরু হয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.