কলকাতা: দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরে কালীপুজোর সময় ঘুরতে গিয়ে এক তরুণীকে বেহুঁশ করে গণধর্ষণের অভিযোগ উঠেছে। সোশ্যাল মিডিয়ায় পরিচয় থেকে বন্ধুত্বের সূত্রে কালীপুজোর দিন একসঙ্গে ঠাকুর দেখতে বের হয়েছিলেন তাঁরা। গড়িয়া স্টেশনে দেখা করার পরে অভিযুক্ত এক যুবকের বাড়িতে যান তাঁরা।
অভিযোগ, সেই বাড়িতে তরুণীর পানীয়তে কিছু মিশিয়ে তাঁকে বেহুঁশ করা হয় এবং পরে তাঁকে গণধর্ষণ করা হয়। ঘটনার পর তরুণীকে উদ্ধার করে তাঁর পরিবার স্থানীয় হাসপাতালে ভর্তি করে। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর রবিবার তরুণী নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগ পাওয়ার পর দ্রুত তদন্ত শুরু করে এবং ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতার করেছে।
বারুইপুর পুলিশ জেলার ডিএসপি ফয়সেল বিন আহমেদ জানিয়েছেন, “ঘটনার তদন্ত চলছে এবং বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।”