প্রথম পাতা খবর দেশ জুড়ে চলছে ১৪টি বন্দে ভারত এক্সপ্রেস, কোনটার গতি কত জানুন

দেশ জুড়ে চলছে ১৪টি বন্দে ভারত এক্সপ্রেস, কোনটার গতি কত জানুন

461 views
A+A-
Reset

বন্দে ভারত এক্সপ্রেস ভারতের একটি সেমি-হাই স্পিড ট্রেন। বাণিজ্যিক পরিষেবার জন্য অনুমোদিত সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ১৩০ কিমি। তবে গত দুই বছরে গড়ে প্রায় ৮৩ কিমি প্রতি ঘণ্টা গতিতে চলছে এই ট্রেন। একটি আরটিআই আবেদনের উত্তরে জানানো হয়েছে, ২০২১-২২ সালে বন্দে ভারত এক্সপ্রেসের গড় গতি ছিল ঘণ্টায় ৮৪.৪৮ কিমি এবং ২০২২-২৩ সালে যা ছিল ৮১.৩৮ কিমি প্রতি ঘণ্টা।

দেশে চলমান ১৪টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের গড় গতি

১. নয়াদিল্লি-বারাণসী বন্দে ভারত এক্সপ্রেস: ৯৬.৩৭ কিমি/ঘণ্টা। ৭৭১ কিমি পথ অতিক্রম করে মাত্র ৮ ঘণ্টায়।

২. হজরত নিজামুদ্দিন-রানি কমলাপতি স্টেশন বন্দে ভারত এক্সপ্রেস: ৯৫.৮৯ কিমি/ঘণ্টা। ৭০০ কিমি পথ অতিক্রম করতে সময় নেয় ৭ ঘণ্টা।

৩. চেন্নাই-কোয়েম্বাতোর বন্দে ভারত এক্সপ্রেস: ৮৪.২১ কিমি/ঘণ্টা। ৫ ঘণ্টা ৫০ মিনিটে পাড়ি দেয় ৪৯৭ কিমি পথ।

৪. সেকেন্দ্রাবাদ- বিশাখাপত্তনম বন্দে ভারত এক্সপ্রেস: ৮৪.২১ কিমি/ঘণ্টা। ৬৯৯ কিমি পথ অতিক্রম করে ৮ ঘণ্টা ৩০ মিনিটে।

৫. নয়াদিল্লি অম্ব আন্দাউরা বন্দে ভারত এক্সপ্রেস: ৮৪.৮৫ কিমি/ঘণ্টা। পথের দূরত্ব ৪৩৭ কিমি, সময় লাগে ৫ ঘণ্টা ১৫ মিনিট।

৬. গান্ধীনগর-মুম্বই বন্দে ভারত এক্সপ্রেস: ৮৩.৮৭ কিমি/ঘণ্টা। ৫২০ কিমি পথ অতিক্রম করে ৬ ঘণ্টা ২০ মিনিটে।

৭. অজমেঢ়-দিল্লি ক্যান্টনমেন্ট বন্দে ভারত এক্সপ্রেস: ৮৩.১০ কিমি/ঘণ্টা। ৪২৮ কিমি পথ অতিক্রম করে ৫ ঘণ্টা ১৫ মিনিটে।

৮. নয়াদিল্লি-শ্রী মাতা বৈষ্ণোদেবী কাটরা (জম্মু ও কাশ্মীর) বন্দে ভারত এক্সপ্রেস: ৮১.৮৭ কিমি/ঘণ্টা। ৮ ঘণ্টায় পাড়ি দেয় ৬৫৫ কিমি পথ।

৯. সেকেন্দ্রাবাদ-তিরুপতি বন্দে ভারত এক্সপ্রেস: ৭৯.৬৩ কিমি/ঘণ্টা। ৮ ঘণ্টা ৩০ মিনিটে পাড়ি দেয় ৬৬১ কিমি পথ।

১০. চেন্নাই-মায়সোর বন্দে ভারত এক্সপ্রেস: ৭৯.৩৬ কিমি/ঘণ্টা। ৫০০ কিমি পথ অতিক্রম করে মাত্র ৬ ঘণ্টা ৩০ মিনিটে।

১১. নাগপুর-বিলাসপুর বন্দে ভারত এক্সপ্রেস: ৭৭.৯২ কিমি/ঘণ্টা। ৪১৩ কিমি পথ অতিক্রম করতে সময় নেয় ৫ ঘণ্টা ৩০ মিনিট।

১২. হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস: ৭৬.৮৪ কিমি/ঘণ্টা। ৫৬১ কিমি পথ অতিক্রম করতে সময় নেয় ৭ ঘণ্টা ৩০ মিনিট।

১৩. মুম্বই-সোলাপুর বন্দে ভারত এক্সপ্রেস: ৭১.৬৫ কিমি/ঘণ্টা। ৬ ঘণ্টা ৩৫ মিনিটে পাড়ি দেয় ৪৫৫ কিমি পথ।

১৪. মুম্বই-শিরডি বন্দে ভারত এক্সপ্রেস: ৬৫.৯৬ কিমি/ঘণ্টা। ৫ ঘণ্টা ২০ মিনিটে পাড়ি দেয় ৩৪৩ কিমি পথ।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.