কলকাতা: নৈশ কার্ফুর সময়সীমা কমিয়ে দেওয়ার পর প্রশ্ন ছিল ট্রেন মেট্রোর চালানোর সময় কি বাড়ানো হবে। সময় না বাড়ালেও মঙ্গলবার থেকে ৭৫ শতাংশ যাত্রী নিয়ে চলবে লোকাল ট্রেন এবং মেট্রো। প্রসঙ্গত, এতদিন রাজ্যে ৫০ শতাংশ যাত্রী নিয়ে লোকাল ট্রেন এবং মেট্রো চলাচল করত।
রাজ্যে কোভিড সংক্রান্ত বিধিনিষেধের মেয়াদ আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানোর কথা জানিয়েছে রাজ্য। এ নিয়ে সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরেই লোকাল ট্রেন এবং মেট্রোয় যাত্রীর সংখ্যা বৃদ্ধি নিয়ে নবান্নের সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
এর আগে গত ৩ জানুয়ারির বিজ্ঞপ্তিতে নবান্ন জানিয়েছিল, করোনা পরিস্থিতিতে ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে লোকাল ট্রেন। প্রথমে শেষ ট্রেন ছাড়ার সময় সন্ধে ৭টা করা হলেও যাত্রীবিক্ষোভের ফলে তার বাড়িয়ে ১০টা করা হয়। নতুন নির্দেশিকায় অবশ্য শেষ ট্রেনের সময় সম্পর্কে কিছু বলা হয়নি। এ নিয়ে বিভিন্ন স্টেশনে শুরু হয় যাত্রী বিক্ষোভ।
আরও পড়ুন: নৈশ কার্ফুর সময়সীমা কমল