রাজ্যের মন্ত্রী এবং বর্ষীয়ান বিধায়ক সাধন পাণ্ডের মৃত্যুতে সোমবার পশ্চিমবঙ্গে অর্ধদিবস ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। রবিবার নবান্নের অর্থ দফতর এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানায়, মন্ত্রী সাধন পাণ্ডের প্রয়াণে রাজ্যের সমস্ত সরকারি অফিস, শিক্ষাক্ষেত্র, পুরসভা, পঞ্চায়েত, কর্পোরেশন এবং সরকারি অধীনস্থ যাবতীয় সংস্থাগুলিতে সোমবার অর্ধদিবস অর্থাৎ দুপুর ২ টার পরে ছুটি ঘোষণা করা হল।
প্রসঙ্গত, রবিবার মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে প্রয়াত হয়েছেন রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডে। এদিনই গভীর রাতে তাঁর দেহ পৌঁছবে দমদম বিমানবন্দরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী বিমানবন্দরে প্রয়াত মন্ত্রীর দেহ নিতে উপস্থিত থাকবেন রাজ্যের দুই মন্ত্রী সুজিত বসু ও মন্ত্রী শশী পাঁজা।
রবিবার রাতে প্রয়াত মন্ত্রীর দেহ রাখা থাকবে পিস হাভেনে। এরপর সোমবার দুপুর ১২টায় তাঁর দেহ নিয়ে যাওয়া হবে পশ্চিমবঙ্গ বিধানসভায়। সেখানেই তাঁকে সবাই শেষ শ্রদ্ধা জানাতে পারবেন।
সোমবার দুপুরে বিধানসভার থেকে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে উত্তর কলকাতার বাসভবনে। সেখান থেকে নিমতলা মহাশশ্মানে গিয়ে হবে প্রয়াত মন্ত্রী সাধন পাণ্ডের শেষকৃত্য।