প্রথম পাতা খবর জমজমাট গঙ্গাসাগর মেলা, পুণ্যস্নানের জন্য রেকর্ড জনসমাগম

জমজমাট গঙ্গাসাগর মেলা, পুণ্যস্নানের জন্য রেকর্ড জনসমাগম

290 views
A+A-
Reset

শনিবার শুরু গঙ্গাসাগরে পুণ্যস্নান। এ দিন সন্ধ্যা ৬টা ৫৩ মিনিটে শুরু হচ্ছে মকরস্নানের পুণ্যলগ্ন। চলবে রবিবার সন্ধ্যা ৬টা ৫৩ মিনিট পর্যন্ত। মকরস্নানের জন্য বিপুল মানুষের সমাগম হয়েছে গঙ্গাসাগরে।

পুণ্যলাভের আশায় হাজার হাজার মাইল ছুটে আসা ভক্ত, সন্ন্যাসী, দেশি-বিদেশি অতিথি। ভক্ত সমাগমের নিরিখে মনে করা হচ্ছে, এ বার গঙ্গাসাগর মেলার ইতিহাস সর্বকালীন রেকর্ড তৈরি হবে। রবিবার সারাদিন স্নান করতে পারবেন পুণ্যার্থীরা।

পশ্চিমবঙ্গ-সহ ভিন্‌রাজ্য তথা বিদেশ থেকেও মকর সংক্রান্তি তিথিতে গঙ্গাসাগরে পুণ্যস্নান করতে আসেন বহু মানুষ। সুষ্ঠু ভাবে মেলা পরিচালনায় কোনো খামতি রাখেনি নবান্ন। পশ্চিমবঙ্গ সরকারের একঝাঁক মন্ত্রীকে গঙ্গাসাগর মেলা পরিচালনার দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত দু’দিন ধরে একে একে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা সাগরদ্বীপেই রয়েছেন।

রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন, ইতিমধ্যে সাগরে পুণ্যস্নান সেরে চলে গিয়েছেন ৩১ লক্ষের বেশি তীর্থযাত্রী। এই দু’দিন আরও ভিড় হবে। ফলে ভক্ত সংখ্যা ৫০ লক্ষ ছাড়িয়ে যেতে পারে বলেই মনে করছে প্রশাসন।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.